স্থিতিশীল বায়ুপুঞ্জের বৈশিষ্ট্য (Characteristics of Stable air mass):
(1) স্থিতিশীল অবস্থায় বায়ুখণ্ডের তাপমাত্রার সঙ্গে পার্শ্ববর্তী বায়ুপুস্ত্রের তেমন কোনো পার্থক্য থাকে না।
(ii) বায়ুখণ্ড বা বায়ুস্তূপের তাপমাত্রার কোনো পরিবর্তন না হওয়ায় এর ঘনত্বের তেমন কোনো পরিবর্তন ঘটে না।
(iii) এরূপ অবস্থানে বায়ুর ঊর্ধ্বমুখী সঞ্চালন বন্ধ হয়ে যায় এবং বায়ুমণ্ডল স্থিতিশীলতা লাভ করে।
(iv) বায়ুপুঞ্জের স্থিতিশীলতা মেঘ সৃষ্টির অন্তরায়। আকাশে স্বল্প পরিমাণ অগভীর মেঘ সঞ্চারিত হলেও বৃষ্টিপাত তেমন ঘটে না।