টর্নেডো (Tornado):
পৃথিবীতে যে সমস্ত ঘূর্ণবাত সৃষ্টি হতে দেখা যায় তাদের মধ্যে টর্নেডো হল সর্বাধিক বিধ্বংসী। স্পেনীয় শব্দ 'Tornado' থেকে ইংরেজিতে টর্নেডো শব্দটি এসেছে। এর অর্থ বজ্রঝঞ্ঝা (thunderstrom)। গভীর নিম্নচাপ কেন্দ্রবিশিষ্ট অতি ক্ষুদ্র ব্যাস ও অত্যন্ত দ্রুত বায়ুর ঊর্ধ্বমুখী আবর্তসম্পন্ন ফানেল আকৃতির গঠন বিশিষ্ট বিধ্বংসী ক্রান্তীয় ঘূর্ণবাতকে টর্নেডো বলে। টর্নেডোগুলি সাধারণত এক-একটি বজ্রগর্ভ মেঘের সঙ্গে যুক্ত থাকে। টর্নেডো সর্বাধিক দেখা যায় মিসিসিপি নদীর মোহনা ও মেক্সিকো উপকূলে।
টর্নেডো |
এ ছাড়া আফ্রিকা মহাদেশেও টর্নেডো সৃষ্টি হতে দেখা যায়। তবে শীতল মেরু অঞ্চল বাদে পৃথিবীর সর্বত্রই টর্নেডো সৃষ্টি হতে পারে। আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রতিবছর প্রায় 1200 টর্নেডোর সৃষ্টি হয়।
Your questions :-
টর্নেডো কি ?
টর্নেডো কাকে বলে ?
টর্নেডো কিভাবে সৃষ্টি হয় ?
টর্নেডো কোথায় কোথায় সৃষ্টি হয় ?