welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বায়ুমণ্ডলীয় প্লবহহীনতা বা স্থিতিশীলতা (Atmospheric Stability) :

 বায়ুমণ্ডলীয় প্লবহহীনতা বা স্থিতিশীলতা (Atmospheric Stability) :


বায়ুর ঊর্ধ্বমুখী সঞ্চলন স্তব্ধ হয়ে গেলে অথবা বায়ুর পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেলে তখন বায়ুমণ্ডলের এরূপ অবস্থাকে বায়ুমণ্ডলীয় স্থিতিশীলতা বলে। উন্ন বায়ুর নীচে শীতল ও ভারী বায়ু অবস্থান করলে অর্থাৎ, উন্নতার বৈপরীত্য (Inversion of temperature) সংঘটিত হলে বায়ু অধিক মাত্রায় স্থিতিশীল হয়ে পড়ে। প্রধানত দুটি কারণে বায়ু স্থিতিশীল অবস্থায় পৌঁছায়। এর কারণ দুটি হল-


ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু বিকিরণ (radiation) ও পরিবহণ (Conduction) পন্থতিতে দ্রুত তাপ হারালে, বায়ুর ঘনত্ব দ্রুত হারে বৃদ্ধি পায়। তাই যাতাস তার প্লবনশীলতা হারায় অর্থাৎ এর স্থিতিশীলতা বৃদ্ধি পায়। ভূপৃষ্ঠ সংলগ্ন অন্যলে শীতল বায়ু নিমজ্জিত হলে এবং তা অনুভূমিকভাবে বিস্তৃত হলে বায়ুর স্থিতিশীলতা বাড়ে। উচ্চচাপ অন্যলে এবং প্রতীপ ঘূর্ণবাত অধ্যুষিত অঞ্চলে এই কারণে বায়ু অধিক মাত্রায় স্থিতিশীলতা লাভ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01