welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

জলবায়ুর শ্রেণিবিভাজনের প্রয়োগকৌশল (Approaches of Climatic Classification) :

জলবায়ুর শ্রেণিবিভাজনের প্রয়োগকৌশল (Approaches of Climatic Classification) :

বিগত এক শতক ধরে জলবায়ুবিজ্ঞানীগণ নানাভাবে পৃথিবীর জলবায়ুর শ্রেণিবিভাজন করেছেন। জলবায়ুর এই শ্রেণিবিভাজনগুলিকে তিনটি প্রধান গোত্রে ভাগ করা যায়। যথা-


(ক) অভিজ্ঞতা বা উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কিত জলবায়ুর শ্রেণিবিভাগসমূহ (Empirical or Generic Classifications related to plant growth):

প্রথম দিকে জলবায়ুবিদগণ উদ্ভিদের বণ্টন ও প্রকৃতির ওপর ভিত্তি করে পৃথিবীর জলবায়ুর শ্রেণিবিভাজন করেছেন। যেহেতু উদ্ভিদ প্রজাতির বিকাশ সরাসরি জলবায়ুর ওপর নির্ভরশীল এবং জলবায়ুর পরিবর্তনে উদ্ভিদ প্রজাতির পরিবর্তন ঘটে, সেহেতু উদ্ভিদের বিকাশকে জলবায়ুর শ্রেণিবিভাজনের ভিত্তি হিসেবে তুলে ধরেন। এই গোত্রের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য শ্রেণিবিভাজনটি হল কোপেনকৃত জলবায়ুর শ্রেণিবিভাজন।


(খ) শক্তি ও আর্দ্রতার ভারসাম্য সম্পর্কিত শ্রেণিবিভাজনসমূহ (Energy and moisture budget clas- sification):

এই শ্রেণিবিভাজনের ভিত্তি দুটি বিষয়ের ওপর নির্ভরশীল। যথা- (i) সম্ভাব্য বাষ্পীয় প্রস্বেদন ও (ii) আর্দ্রতার ভারসাম্য। এই গোত্রের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য শ্রেণিবিভাজনটি হল থর্নথয়েটকৃত জলবায়ুর শ্রেণিবিভাজন।


(গ) জলবায়ুর উৎপত্তিগত শ্রেণিবিভাজন (Genetic classification):

উৎপত্তিগত শ্রেণিবিভাজনগুলি প্রধানত বৃহৎ স্কেলে সংগঠিত বায়ুমণ্ডলীয় সঞ্চলনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এটি বায়ুপুঞ্জের ও বায়ুপ্রবাহের আঞ্চলিক বিন্যাস ও বণ্টনের ওপর নির্ভরশীল। এই গোত্রের মধ্যে উল্লেখযোগ্য হল ফ্লন (Flohn), স্টুলার (Strahler) এবং ওলিভার (Oliver) কৃত জলবায়ুর শ্রেণিবিভাজন।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01