welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

প্রতীপ ঘূর্ণবাত প্রভাবিত অঞ্চলসমূহ (Anti-cyclonic prone Zones) :

প্রতীপ ঘূর্ণবাত প্রভাবিত অঞ্চলসমূহ (Anti-cyclonic prone Zones) :


উচ্চ ও মধ্য অক্ষাংশীয় অঞ্চলে শীতল স্থলভাগ ও জলভাগের ওপর শীতকালে প্রতীপ ঘূর্ণবাত সৃষ্টি হয় এবং ধীরে ধীরে নানাদিকে ছড়িয়ে পড়ে। পৃথিবীব্যাপী প্রতীপ ঘূর্ণবাত প্রভাবিত অঞ্চলগুলি হল-


(i) উত্তর আমেরিকা: বেশি সংখ্যক প্রতীপ ঘূর্ণবাত সৃষ্টি হয় কানাডা ও যুক্তরাষ্ট্রে। কানাডার রকি পার্বত্য অঞ্চল ও আলাস্কা থেকে এগুলি উৎপন্ন হয়ে বৃহৎ সমভূমি অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়। সারাবছর ধরে গ্রিনল্যান্ডে স্থায়ী উচ্চচাপ ও প্রতীপ ঘূর্ণবাত বিরাজ করে।


(ii) ইউরোপ: কয়েকটি প্রতীপ ঘূর্ণবাত স্ক্যান্ডিনেভিয়ার উপদ্বীপ থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ দিকে অগ্রসর হয়।


(iii) এশিয়া: পূর্ব-মধ্য সাইবেরিয়ায় উচ্চচাপযুক্ত শীতল প্রতীপ ঘূর্ণবাত উৎপন্ন হয়ে দক্ষিণে বিস্তৃত হয় এবং উত্তর চিন, ইয়াংসি নদীর মোহনা ও জাপান পর্যন্ত বিস্তৃত হয়।


(iv) আন্টার্কটিকা: প্রতীপ ঘূর্ণবাতকে সারাবছর স্থায়ীভাবে এই অঞ্চলের বরফাবৃত ভূমির ওপর অবস্থান করতে দেখা যায়।





একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01