প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তি ও গঠন (Anti-cyclone origin and structure) :
সাধারণভাবে নাতিশীতোয় মণ্ডলের কোনো স্থানে শৈত্য বৃদ্ধি পেলে সেখানে উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এ ছাড়া শীতল বায়ুপুঞ্জের আগমনেও উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হতে পারে। প্রতীপ ঘূর্ণবাতের
কেন্দ্র থেকে বাইরের দিকে বায়ুর চাপ ধীরে
ধীরে হ্রাস পায়, বায়ুচাপের পার্থক্য থাকে
প্রায় 10-20 মিলিবার। ফলে, উচ্চচাপ কেন্দ্র
থেকে শীতল ও ভারী বায়ু পাক খেতে খেতে
নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
এভাবেই প্রতীপ ঘূর্ণবাত সৃষ্টি হয়। বায়ুর
চাপঢাল কম হওয়ায় প্রতীপ ঘূর্ণবাত ক্রান্তীয়
ঘূর্ণবাত অপেক্ষা দুর্বল হয়। তাই প্রতিপ্
প্রতিপ ঘূর্ণবাটের গঠন |
ঘূর্ণবাতে সমপ্রেষরেখাগুলি প্রায় উপবৃত্তাকার এবং সমপ্রেষরেখাগুলির মধ্যে অন্তর্বর্তী দূরত্ব বেশি হয়, এর ব্যাস 3,000 কিমি পর্যন্ত হয়।