welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বায়ুপুঞ্জ উৎস অঞ্চলের ওপর ভিত্তি করে (air mass Based on Source region) :

বায়ুপুঞ্জ উৎস অঞ্চলের ওপর ভিত্তি করে (air mass Based on Source region) :


ভৌগোলিক শ্রেণিবিভাজন (Geographical classifiaction): প্রাথমিক উৎস অঞ্চলের ওপর ভিত্তি করে বায়ুপুঞ্জের ভৌগোলিক শ্রেণিবিভাজন করা যেতে পারে। উৎস অঞ্চলের তাপমাত্রা ও আর্দ্রতা যেহেতু বায়ুপুঞ্জের প্রকৃতি নির্ধারণে সবচেয়ে বেশি প্রভাব ফেলে, তাই এই দুটি ভৌত গুণাগুণের ওপর ভিত্তি করে বায়ুপুঞ্জের শ্রেণিবিভাজন করা যেতে পারে। যথা-


(ক) তাপমাত্রার ভিত্তিতে শ্রেণিবিভাগ (Classification based on Temperature) : 

নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে সূর্যরশ্মির পতনকোণ ক্রমশ তির্যক থেকে অতিতির্যক হতে থাকায় উষ্ণতার পার্থক্যজনিত কারণে দুই ধরনের বায়ুপুঞ্জ লক্ষ করা যায়। যথা-


(i) নিম্ন অক্ষাংশীয় বা ক্রান্তীয় বায়ুপুঞ্জ (T), যার উৎপত্তি নিম্ন অক্ষাংশীয় অঞ্চলে।


(ii) উচ্চ অক্ষাংশীয় বা মেরুদেশীয় বায়ুপুঞ্জ (P), যার উৎপত্তি উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে।


(খ) আর্দ্রতার ভিত্তিতে শ্রেণিবিভাগ (Classification based on Humidity) : উভয় প্রকার উৎস অঞ্চলে স্থলভাগ ও জলভাগের উপস্থিতি থাকায় বায়ুপুঞ্জে জলীয় বাষ্পের পরিমাণের পার্থক্য লক্ষ করা যায়। স্থলভাগের বায়ুপুঞ্জে কম ও জলভাগের বায়ুপুঞ্জে অধিক জলীয় বাষ্প থাকে। তাই আর্দ্রতার পার্থক্যের ভিত্তিতে ক্রান্তীয় ও মেরুদেশীয় বায়ুপুঞ্জকে আবার দুটি উপবিভাগে বিভক্ত করা হয়। যথা- 

(i) আর্দ্র সামুদ্রিক বায়ুপুঞ্জ (m) 

এবং 

(ii) শুষ্ক মহাদেশীয় বায়ুপুঞ্জ (c)।


বায়ুপুঞ্জের উৎপত্তি জলভাগের ওপর হলে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে বায়ু আর্দ্র প্রকৃতির হয়। একে 'm' অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। অন্যদিকে, বায়ুপুঞ্জটি স্থলভাগ থেকে উৎপত্তি লাভ করলে জলীয় বাষ্পের অভাবে বায়ু শুষ্ক প্রকৃতির হয়। একে 'c' অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়।


সুতরাং প্রাথমিক উৎসস্থলের (Primary source regions) প্রকৃতি অনুযায়ী বায়ুপুঞ্জকে চারটি প্রধান ভাগে ভাগ করা যেতে পারে। ওপরের চারধরনের বায়ুপুঞ্জ ছাড়া বায়ুপুঞ্জগুলি যখন উৎপত্তি অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে প্রবাহিত হয় তখন গৌণ উৎস অঞ্চলের (secondary source region) প্রভাবে নতুন বায়ুপুঞ্জের সৃষ্টি হতে দেখা যায়। যথা- 

(i) মহাদেশীয় সুমেরু, 

(ii) মহাদেশীয় কুমেরু এবং 

(iii) মহাসাগরীয় নিরক্ষীয় (mE) বায়ুপুঞ্জ।



একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01