welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

প্রকৃতি অনুসারে উন্নয়ন (According to nature development )

 

প্রকৃতি অনুসারে উন্নয়ন (According to nature development )

প্রকৃতি অনুসারে উন্নয়নের দুটি রূপ লক্ষ্য করা যায়-

পরিমাণগত উন্নয়ন Quantitative development): 

পরিমাণগত উন্নয়ন কেরটিতে কোনও অর্থিত প্রতি পরিমানও একটি সমকালের নিরিখে সার্বিক অনুশিকে পরিসংখ্যানগত দিক থেকে বিবেচনা ও তার যথাবল এন করা হয়ে তাতে আমাদের দেশের নৃপতি শাসিত বিভিন্ন রাজ্যগুলিতে উন্নয়ন বোঝাবে সেখানকার মোট ঘোড়া মূল্যায়ন হয়ে বা হাতির সংখ্যা, সৈনাদের সংখ্যা, বাজারের সংখ্যা, এমনকি দাতব্যালয়ের সংখ্যাকেও বিবেচনা করা হত।

গুণগত উন্নয়ন (Qualititative development): 

যখন কোনও একটি দেশের আর্থ-সামাজিক কার্যাবলীর ধারাবাহিক অগ্রগতিকে গুণগত তাৎপর্যতায় (ভালো-মন্দের বিচারে) বিবেচনা করা হয়, তাকেই গুণগত উন্নয়ন বঙ্গে। যেমন-বিভিন্ন পরিবেশগত অবক্ষয়ের প্রেক্ষাপটে বর্তমানে গুণগত উন্নয়নের ধারণাটিকেই বিশেষ প্রাধান দেওয়া হয়। উল্লাসভাত উল্লেখ্য, পরিমাণগত এবং গুণগত উভয় ধারণা দুটিকে উন্নয়নের ক্ষেত্রে সমানভাবে বিবেচনা করা হলেও, বর্তমানে উন্নয়নের মাত্রাগত প্রকৃতি এখনও পরিমাণগত ক্ষেত্রের মধ্যেই সীমায়িত রয়ে গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01