welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

কোপেনকৃত জলবায়ু অঞ্চল, 1884 (Köppen's climatic classification, 1884):

কোপেনকৃত জলবায়ু অঞ্চল, 1884 (Köppen's climatic classification, 1884):


পৃথিবীব্যাপী তাপমাত্রার আঞ্চলিক ও ঋতুগত বণ্টনের তারতম্যের ভিত্তিতে এবং স্বাভাবিক উদ্ভিদের ওপর তার প্রভাবকে পর্যবেক্ষণ করে কোপেন সমস্ত পৃথিবীকে 5টি তাপীয় অঞ্চলে (Thermal zone) বিভক্ত করেন। তাঁর এই শ্রেণিবিভাজনটি 1884 সালে 'Metorologische Zeitschrift' নামক জার্মান ভাষায় প্রকাশিত একটি পত্রিকায় 'Die Wärmezonen der Erde, nach der Dauer der heissen, gemässigten and kaltén zeit und nach der wirkung der Wärme auf die fraganische Welt betrachter' শিরোনামে প্রকাশিত হয়। এটি 2011 সালে ওই একই পত্রিকায় ইংরেজি ভাষায় অনুবাদ করে প্রকাশ করা হয়। এই পত্রিকায় কোপেন জলবায়ু অঞ্চল নির্ধারণের ক্ষেত্রে স্বাভাবিক উদ্ভিদের বণ্টনকে অনুসরণ করার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, উন্নতা ও মৃত্তিকার আর্দ্রতাই কোনো অঞ্চলের উদ্ভিদের বিকাশ ও জীবজগতের বণ্টনে প্রভাব বিস্তার করে। এর মধ্যে উয়তাই যেহেতু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৃত্তিকার আর্দ্রতাকে নিয়ন্ত্রণ করে তাই তিনি উয়তার মাসিক গড় অবস্থার ভিত্তিতেই পৃথিবীকে 5টি জলবায়ু অঞ্চলে ভাগ করেছেন। যথা- 


1. ক্রান্তীয় জলবায়ু অঞ্চল (Tropical climatic Region): মাসিক গড় তাপমাত্রা সারাবছরই 20° সেঃ -এর ওপরে থাকে।


2. উপক্রান্তীয় জলবায়ু অঞ্চল (Sub-tropical climatic Region): 4 থেকে 11 মাস উয়তা 20° সেঃ -এর ওপরে থাকে এবং গড়ে 1 থেকে ৪ মাস উয়তা 10 deg - 20 deg সেঃ-এর মধ্যে ঘোরাফেরা করে।


3. নাতিশীতোয় জলবায়ু অঞ্চল (Temperate climatic Region): 4 মাসেরও কম সময় তাপমাত্রা 20° সেঃ-এর বেশি থাকে। বাকি সময় তাপমাত্রা 10 deg - 20 deg সেঃ-এর মধ্যে থাকতে পারে।


4. শীতল জলবায়ু অঞ্চল (Cold climatic Region): 1 থেকে 4 মাস পর্যন্ত তাপমাত্রা 10 deg - 20 deg সেঃ-এর মধ্যে আনাগোনা করলেও বাকি সময়টা তাপমাত্রা 10° সেঃ-এর নিচেই থাকে।


5. মেরুদেশীয় জলবায়ু অঞ্চল (Polar climatic Region): সারাবছরই গড় তাপমাত্রা 10 deg সেঃ-এর নিচে থাকে। কোনো কোনো মাসে আবার তাপমাত্রা হিমাঙ্কের নিচেও চলে যেতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01