প্রাকৃতিক ও আর্থ-সামাজিক পরিবেশের উপাদান অনুসারে কৃষির শ্রেণিবিভাগ (Classification of agriculture on the basis of Physical and Socio-Economic elements)
প্রাকৃতিক ও আর্থ-সামাজিক পরিবেশের উপাদানগুলির তারতম্য অনুসারে কৃষিকে কতকগুলি প্রধান ভাগে বিভক্ত
করা যায়। যেমন-
(1) কৃষি মরশুমের তারতম্য অনুসারে:
(a) খরিফ চাষ
, (b) রবি চাষ
(c) জায়দ চাষ।
(2) কৃষিজমির পরিমাণ ও জনঘনত্ব অনুসারে:
(a) প্রগাঢ় কৃষি,
(b) ব্যাপক কৃষি।
(3) বৃষ্টিপাতের তারতম্য অনুসারে:
(a) আর্দ্র কৃষি,
(b) শুষ্ক কৃষি,
(c) সেচনির্ভর কৃষি।
(4) ফলন পদ্ধতির তারতম্য অনুসারে:
(a) এক-ফসলি কৃষি,
(b) দো-ফসলি কৃষি,
(c) বহু-ফসলি কৃষি,
(d) ইন্টার-কালচার।
(5) চাহিদা, জোগান, বাজার ও উৎপাদন অনুসারে:
(a) অস্থায়ী আদিম জীবনধারণভিত্তিক কৃষি
, (b) স্থায়ী আদিম জীবনধারণভিত্তিক কৃষি,
(c) জীবনধারণভিত্তিক প্রগাঢ় কৃষি,
(d) বাণিজ্যভিত্তিক ব্যাপক কৃষি,
(e) বাগিচা কৃষি,
(f) মিশ্র কৃষি,
(g) হরটিকালচার বা ফল ও ফুলের চাষ,
(h) চুক্তি চাষ, (i) জৈব কৃষি।
(6) জলবায়ুর তারতম্য অনুসারে:
(a) ক্রান্তীয় উষ্ণ আর্দ্র অঞ্চলের কৃষি বা মৌসুমি জলবায়ু অঞ্চলের কৃষি,
(b) ভূমধ্যসাগরীয় অঞ্চলের কৃষি।
(7) সামাজিক বৈশিষ্ট্য অনুসারে:
(a) ধনতান্ত্রিক কৃষিব্যবস্থা,
(b) সমাজতান্ত্রিক কৃষিব্যবস্থা,
(c) সামন্ততান্ত্রিককৃষিব্যবস্থা।
(৪) জমির মালিকানা অনুসারে:
(a) রাষ্ট্রীয় খামার,
(b) সমবায়ভিত্তিক খামার,
(c) যৌথ খামার,
(d) ব্যক্তিগত খামার।
(9) উৎপাদিত ফসলের বাজারজাতকরণ অনুসারে:
(a) প্রথাগত চাষ,
(b) চুক্তি চাষ।