সামাজিক কাজ (Social Activities)
মানুষ তার সামাজিক দায়দায়িত্ব পালন করা ও সামাজিক লক্ষ্য পূরণ করার জন্য যে-কাজ করে, তাকে সামাজিক কাজ (social activities) বলে।
যেমন পরিবারের প্রতি দায়িত্ব পালন করা, মানবিক আচরণ করা, মানুষের সেবা করা, রাজনৈতিক অধিকার প্রয়োগ করা ইত্যাদি। এখানে মনে রাখা দরকার যে, অর্থনৈতিক কাজের ভিতর দিয়েও সামাজিক কাজ করা যায়। যেমন উদ্যোগপতি কোনো (entrepreneur) শিল্প স্থাপন করেন বলেই, শ্রমিক চাকরির সুযোগ পায়। চিকিৎসক তাঁর পরামর্শ দেন বলেই আমাদের রোগমুক্তি ঘটে। সুতরাং, অধিকাংশ ক্ষেত্রেই অর্থনৈতিক কাজ ও সামাজিক কাজ অঙ্গাঙ্গিভাবে জড়িত।