মৌসুমি বায়ুপ্রবাহ (Monsoon)
ভূমিকা (Introduction):
আরবি শব্দ 'mausim' অথবা মালয়ালম শব্দ 'monsin' থেকে বাংলায় 'মৌসুমি' এবং ইংরেজিতে 'Monsoon' শব্দটি এসেছে। এর অর্থ ঋতু। দক্ষিণ-পূর্ব এশিয়ায় যে বায়ু 6 মাস দক্ষিণ-পশ্চিম দিক এবং 6 মাস উত্তর- পূর্বদিক থেকে নিয়মিত ও ধারাবাহিকভাবে প্রবাহিত হয় তাকে মৌসুমি বায়ু বলে। অর্থাৎ, দক্ষিণ-পূর্ব এশিয়ার ওপর শীত ও গ্রীষ্মে ঋতুভেদে বিপরীত দিকে পরিবর্তনকারী বায়ুপ্রবাহকে মৌসুমি বায়ু বলে।
খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে জনৈক মিশরীয় নাবিক হিপলাস (Hiplas) সর্বপ্রথম মৌসুমি বায়ুর অস্তিত্ব পর্যবেক্ষণ ও আবিষ্কার করেন। নবম শতাব্দীর শেষের দিকে আরবীয় পর্যটক আল মাসুদি (AL Masudi)-এর লেখনি থেকে মৌসুমি বায়ু সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যায়। এ ছাড়া মধ্যযুগের অনেক ভূ-পর্যটকের বিবরণীতে মৌসুমি বায়ুর উল্লেখ মেলে। অনেকে মনে করেন, 'মৌসুমি বায়ু' নামকরণটি আরবীয় বণিকদের দেওয়া। তবে বেশিরভাগ ভৌগোলিকই বিশ্বাস করেন যে, 1686 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের জলবায়ু বিজ্ঞানী এডমন্ড হ্যালি (Edmond Halley) 'মৌসুমি' শব্দটি প্রথম ব্যবহার করেন।
সংজ্ঞা (Definition):
বিভিন্ন আবহবিদ, জলবায়ুবিদ ও ভৌগোলিক মৌসুমি বায়ুকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন।
চৈনিক ভূগোলবিদ চ্যাং-চিয়া-চেং (Chang-Chia-Cheng)-এর মতে, মৌসুমি বায়ু হল একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে সংগঠিত বায়ুমণ্ডলীয় সঞ্চলন চক্র যা সমগ্র এলাকা জুড়ে একমুখী বায়ুপ্রবাহ সৃষ্টি করে। এটি ঋতুভেদে সম্পূর্ণ বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। এই দিক পরিবর্তন শীত ও গ্রীষ্মঋতুতে পরিলক্ষিত হয়। (Monsoon is a flow pattern of the general atmospheric circulation over a wide geographical area, in which there is a clearly dominant wind in one direction in every part of the region concerned but in which this prevailing direction of wind is reversed from winter to summer and from summer to winter.)
পাইরে পেডেলাবোর্দ (Pierre Pedelaborde)-এর মতে, মৌসুমি শব্দটি নিয়ত বায়ুপ্রবাহের অংশ হিসেবে ব্যবহার করা হয় যা সমস্ত পৃথিবী জুড়ে ঊর্ধ্বস্তরের বায়ুমণ্ডলকে প্রভাবিত করে। এটি একটি নির্দিষ্ট অঞ্চলের নিম্ন বায়ুমণ্ডলের ওপর দিয়ে প্রবাহিত হয় যা আঞ্চলিক বায়ুপ্রবাহকেও নির্দেশ করে। (The term monsoon is singu- lar form is sometimes applied to planetary winds which affect upper layers of the atmosphere over the whole globe. Sometimes it is used for regional winds blowing in the lower layer of the atmosphere over a well defined territory.)
আবহবিদ নিউওল্ট (Nieuwolt)-এর শর্তানুযায়ী, মৌসুমি কথাটি কেবলমাত্র সেই ধরনের বায়ুপ্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য যেখানে ঋতুভিত্তিক বিপরীতধর্মী বায়ুপ্রবাহ সুস্পষ্ট। (The word monsoon is used only for wind systems where the seasonal reversal is pronounced.) তাঁর মতে, এই ঋতুভিত্তিক দিক পরিবর্তন 120° বা তার বেশি হয়ে থাকে। দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ুর গতিবেগও প্রতি সেকেন্ডে প্রায় 3 মিটার পর্যন্ত বৃদ্ধি পায়।
ভারতীয় জলবায়ু বিজ্ঞানী এ. রামাশাস্ত্রী (A. Ramasastry)-এর মতে, মৌসুমি বায়ুপ্রবাহ হল বৃহৎ অঞ্চল জুড়ে বিস্তৃত একটি সাময়িক বায়ুপ্রবাহ, যা ঋতু পরিবর্তনের সাথে সাথে বিপরীতমুখে প্রবাহিত হয়।