ঘনীভবন (Condensation) :
জলীয় বাষ্পের গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর হওযার প্রক্রিয়াকে ঘনীভবন বলে। একখণ্ড জলীয় বাষ্পপূর্ণ বায়ুর (জলীয় বাষ্পের পরিমাণ স্থির থাকা অবস্থায়) উদ্বৃতা কমতে কমতে এমন এক অবস্থায় পৌছায় যখন বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা ও বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের পরিমাণ সমান হয়ে যায়।
অর্থাৎ, ওই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100 শতাংশে পৌছায়, তখনই বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্প জলকণায় পরিণত হতে শুরু করে। অর্থাৎ, ঘনীভবন প্রক্রিয়া শুরু হয়। যে নির্দিষ্ট উন্নতায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু সম্পৃক্ত হয়, তাকে শিশিরাঙ্ক তাপমাত্রা (Dew point temperature) বলে।
বায়ু শিশিরাঙ্ক তাপমাত্রায় এসে পৌছালেই ঘনীভবন শুরু হয়ে যায়। এই তাপমাত্রায় বায়ু জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা হারায়। ফলে বায়ুতে উপস্থিত অতিরিক্ত জলীয় বাষ্প জলকণায় রূপান্তরিত হতে শুরু করে। আপেক্ষিক আর্দ্রতা 100%-এ এসে পৌঁছালে বায়ু যে-কোনো তাপমাত্রাতেই ঘনীভূত হতে শুরু করে।
তাপমাত্রা (T) ও আপেক্ষিক আর্দ্রতা (RH) থেকে শিশিরাঙ্ক তাপমাত্রা (T₁) নির্ণয় করা যায়।
এই সূত্রটি হল- -( T=T- 100-RH 5 )