welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

হ্যাডলির এককোশীয় সঞ্চলন চক্র (Single-cell circulation model)

 হ্যাডলির এককোশীয় সঞ্চলন চক্র (Single-cell circulation model):

 বায়ু সঞ্চলন সংক্রান্ত বিষয়ে সর্বপ্রথম অষ্টাদশ শতকে ব্রিটিশ আবহবিদ জর্জ হ্যাডলি (George Hadley) সম্পূর্ণভাবে সরাসরি উত্তাপের দ্বারা প্রভাবিত (thermally direct cell) দুটি বায়ু সঞ্চলন চক্রের ধারণা দেন যা এক কোশীয় সঞ্চলন চক্র (Single-cell Circulation Model) নামে পরিচিত। অনুমান সমূহ (Assumptions) এই চক্র কতকগুলি অনুমানের ওপর প্রতিষ্ঠিত-

(a) ভূপৃষ্ঠ একটি সমসত্ব উপাদানে গঠিত বা জল ও স্থলভাগ উপস্থিত থাকলেও এগুলি উত্তাপ প্রক্রিয়াকে প্রভাবিত করে না।

(b) সূর্য সর্বদাই নিরক্ষরেখার ওপর লম্বভাবে এবং মেরুর দিকে ক্রমাগত তির্যকভাবে পড়ে। তাই মেরুর দিকে ভূপৃষ্ঠের উত্তাপ গ্রহণের হার কমতে থাকে।

(c) পৃথিবীর আবর্তন বেগ এখানে অনুপস্থিত। তাই শুধুমাত্র বায়ুচাপীয় ঢালই বায়ুপ্রবাহে কার্যকরী ভূমিকা গ্রহণ করে।


ব্যাখা (Explanations):



 নিরক্ষীয় অঞ্চলে স্থায়ী নিম্নচাপ ও মেরু অঞ্চলে স্থায়ী উচ্চচাপ বিরাজ করে। তাই স্বাভাবিকভাবেই বায়ুচাপীয় ঢাল মেরুঅঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে বিস্তৃত হবে। ফলে উভয় মেরু থেকে নিরক্ষরেখার দিকে বায়ু প্রবাহিত হবে। যেহেতু নিরক্ষরেখায় উত্তাপের পরিমাণ সবচেয়ে বেশি, তাই এখানে বায়ু ঊর্ধ্বমুখী হবে এবং ঊর্ধ্ববায়ুমণ্ডলে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হবে ও ক্রমশ শীতল হয়ে মেরু অঞ্চলের দিকে নেমে আসবে। এভাবে মেরু অঞ্চলে স্থায়ী উচ্চচাপ কক্ষের সৃষ্টি হবে। হ্যাডলি প্রস্তাবিত তাপন প্রক্রিয়া দ্বারা সৃষ্ট চক্র সরাসরি চক্র (Hadley cell) নামে পরিচিত।

• সীমাবদ্ধতা (Limitations): 

পৃথিবীর আবর্তন বেগের উপস্থিতির জন্য হ্যাডলি প্রদত্ত এককোশীয় বায়ু সঞ্চলন চক্র বাস্তবে ক্রিয়াশীল হওয়া সম্ভব নয়। কারণ পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কৌণিক ভরবেগ ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার দিয়ে প্রবাহিত মেবুমুখী বায়ুকে পূর্বদিকে বিক্ষিপ্ত করে। উপরন্তু মেরুর দিকে ঘূর্ণায়মান অক্ষের ব্যাসার্ধ (r) কমতে থাকায় ভরবেগ সংরক্ষণের জন্য বায়ুর গতিবেগ ক্রমশ বাড়তে থাকত । 

এই অবস্থায় মোটামুটি 30° অক্ষাংশের কাছে বায়ু সর্বাধিক গতি লাভ করত এবং সম্পূর্ণ পূর্বাভিমুখী হত। এর ফলে বায়ুর গতিবেগ জনিত তীব্র আন্দোলনে বায়ু ছোটো ছোটো উচ্চচাপীয় কক্ষ বিশিষ্ট ঘূর্ণাবর্ত (eddy) সৃষ্টি করত এবং হ্যাট্লি চক্রটি নিম্ন অক্ষাংশেই সীমাবদ্ধ হয়ে পড়ত। সূর্যরশ্মির পতনকোণের পার্থক্য ও পৃথিবীর আবর্তন গতির সম্মিলিত প্রভাবে সমগ্র পৃথিবীকে তিনটি নিম্নচাপ বলয় ও চারটি উচ্চচাপবলয় পরিবেষ্টন করে আছে, যার প্রভাবে সৃষ্ট বায়ুচাপ ঢাল বরাবর নিয়ত বায়ু প্রবাহিত হয়। এই কারণেই এককোষীয় সঞ্চলন চক্রের পরিবর্তে পরবর্তিকালে ত্রিকোষীয় সঞ্চলন চক্রের উদ্ভব হয়।

Middle post ad 01