welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

উৎপাদনশীলতা (Productivity)

 উৎপাদনশীলতা (Productivity)

ধ্রুপদি দৃষ্টিভঙ্গি থেকে উৎপাদনশীলতা (productivity) বলতে উৎপাদনের জন্য প্রয়োজনীয় কোনো কাঁচামালের পরিমাণ এবং উৎপাদনের পরিমাণের অনুপাতকে বোঝায়। যেমন। টন তুলো থেকে 1 টন সুতো উৎপাদন করা যায়। সুতরাং তুলোর উৎপাদনশীলতা সুতো উৎপাদনের সাপেক্ষে।। এই কারণে ওয়েবার তুলোকে বিশুদ্ধ কাঁচামাল (pure raw material) বলেছেন।

আধুনিক কালে উৎপাদনশীলতা শুধুমাত্র কাঁচামালের উৎপাদনযোগ্যতার ধারণার ওপর নির্ভরশীল নয়। উৎপাদনশীলতা (productivity) হল উৎপাদনে দক্ষতার পরিমাপ। শ্রমিক, যন্ত্রপাতি, ফ্যাক্টরি (factory), ব্যবস্থা (system) প্রভৃতি উপাদানগুলি উৎপাদনের ইনপুটগুলিকে (input) কী পরিমাণ আউটপুটে (output) পরিণত করে সেই পারদর্শিতার পরিমাপ হল প্রোডাকটিভিটি বা উৎপাদনশীলতা।

উৎপাদনশীলতার গুরুত্ব (Importance of productivity)

উৎপাদন ক্ষেত্রে ব্যয় দক্ষতার (cost efficiency) অন্যতম নিয়ন্ত্রক হল উৎপাদনশীলতা। অর্থনীতিবিদ পল ক্রুগম্যান (Paul Krugman)-এর ভাষায় উৎপাদনশীলতা কখনই সমগ্র উৎপাদনকে বোঝায় না। তবে দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতার গুরুত্ব উৎপাদন ক্ষেত্রে সর্বাধিক হয়ে দাঁড়ায়। যেমন একটি নির্দিষ্ট সময় পর্বে কোনো দেশে জীবনযাত্রার মান কতটা উন্নত হয়েছে, তার অধিকাংশই নির্ভর করে প্রতিটি শ্রমিক তার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদন কতটা বাড়াতে পেরেছে তার ওপর। 

উৎপাদনশীলতার পরিমাপ (Measures of productivity)

উৎপাদনশীলতা পরিমাপের উদ্দেশ্যে ব্যবহৃত সূত্রটি হল-

উৎপাদনশীলতা (Productivity) = মোট আউটপুট/মোট ইনপুট


উদাহরণ 1 

ভৌত উৎপাদনশীলতা (Physical Productivity)

ধরা যাক, বিটুমিনাস কয়লার ক্ষেত্রে 1 টন কয়লা প্রতি ঘণ্টায় 2 মেগাওয়াট (2 MWh) বিদ্যুৎ উৎপাদন করে। সুতরাং তাপবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কয়লার ভৌত উৎপাদনশীলতা হল-

কয়লার উৎপাদনশীলতা 2 মেগাওয়াট ঘণ্টা/1 টন কয়লা

উদাহরণ 2: 

শ্রমিকের উৎপাদনশীলতা (Labour Productivity)

ধরা যাক, কোনো কারখানায় 30 জন শ্রমিক প্রতি সপ্তাহে ₹ 1,20,000 টাকা মূল্যের পণ্য উৎপাদন করে। সুতরাং শ্রমিক প্রতি উৎপাদনশীলতা হল-  

শ্রমিকের উৎপাদনশীলতা₹1,20,000/30 জন শ্রমিক অর্থাৎ 1 জন শ্রমিক পিছু প্রতি সপ্তাহে ₹4,000 টাকা মূল্যের পণ্য উৎপাদন।


উদাহরণ 3 :

 সময়ের ভিত্তিতে উৎপাদনশীলতা (Temporal Productivity)

ধরা যাক, কোনো কারখানায় 30 জন শ্রমিক সপ্তাহে 6 দিন ৪ ঘণ্টা করে কাজ করে প্রতি সপ্তাহে ₹ 1,20,000 টাকার পণ্য উৎপাদন করে। সুতরাং প্রতি ঘণ্টা শ্রমের বিনিময়ে উৎপাদিত পণ্যের হিসাব হল- ঘণ্টা প্রতি উৎপাদনশীলতা = ₹1,20,000/(30 × 6 × ৪ ঘণ্টা) অর্থাৎ প্রতি ঘণ্টায় ₹ 83-33 টাকা মূল্যের পণ্য উৎপাদন।

Middle post ad 01