শ্রমবিভাগ (Division of Labour)
শ্রমিক ও শ্রমিকের শ্রম হল উৎপাদনের অপরিহার্য উপাদান। আবার শ্রমিকের দক্ষতা বৃদ্ধির উপাদান হল শ্রমবিভাগ অর্থাৎ ডিভিশন অব লেবার (Division of labour)।
শ্রমবিভাগ হল উৎপাদনের একটি প্রক্রিয়া যেখানে এক-একজন শ্রমিক বা দক্ষতার ভিত্তিতে গঠিত শ্রমিকের এক-একটি দল যারা উৎপাদনের এক-একটি অংশের কাজ সম্পন্ন করে।
শ্রমবিভাগের ধরন (Types of Division of labour):
শ্রমবিভাগ চার ধরনের যেমন-
(1) সামাজিক শ্রমবিভাগ বা পেশাগত শ্রমবিভাগ, (2) কারিগরি বা প্রতিষ্ঠানগত শ্রমবিভাগ, (3) আঞ্চলিক শ্রমবিভাগ ও (4) আন্তর্জাতিক শ্রমবিভাগ।
(1) সামাজিক শ্রমবিভাগ বা পেশাগত শ্রমবিভাগ (Social division of labour):
সমাজের অন্তর্গত বিভিন্ন মানুষ তাদের দক্ষতা, পছন্দ, পারিবারিক রীতি বা প্রথা অনুযায়ী বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়। যেমন- কুমোর মাটির জিনিস প্রস্তুত করে, তাঁতি কাপড় বোনে ইত্যাদি। ফলে সমাজের সমগ্র কাজ বিভিন্ন পেশার মানুষ আলাদা আলাদা ভাবে তাদের দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সম্পন্ন করে। একে সামাজিক শ্রমবিভাগ বা পেশাগত শ্রমবিভাগ বলে।র্জ
(2) কারিগরি বা প্রতিষ্ঠানগত শ্রমবিভাগ (Institutional division of labour):
কোনো প্রতিষ্ঠানে পণ্য উৎপাদনের জন্য এক-একটি বিভাগে এক-এক ধরনের কাজ করা হয় এবং এভাবে সবকটি বিভাগের কাজ সম্পন্ন হলে উৎপাদিত দ্রব্যটি পরিপূর্ণতা লাভ করে। যেমন- মোটর গাড়ি উৎপাদন কারখানায় কোথাও ইঞ্জিন, কোথাও চাকা, কোথাও বসার সিট, কোথাও আলো ইত্যাদি লাগানো হয়। সমগ্র কাজের অংশ বিশেষের কাজের জন্য শ্রমিকদের ট্রেনিং দেওয়া হয়। এই ধরনের শ্রমবিভাজন হল কারিগরি বা প্রতিষ্ঠানগত শ্রমবিভাগ।
(3) আঞ্চলিক শ্রমবিভাগ (Regional division of labour):
কোনো অঞ্চল বা দেশের এক-একটি অংশের ভৌগোলিক বৈশিষ্ট্য এক-এক ধরনের কাজে নৈপুণ্য সৃষ্টি করে, যেমন- পূর্ব ভারতে কৃষকদের পাট চাষে নৈপুণ্য আছে। পাহাড়ি অঞ্চলে ফল চাষিদের কমলা লেবু, আপেল প্রভৃতি ফল চাষে দক্ষতা বেশি। শুস্ক এলাকায় মানুষের মধ্যে পশুচারণের দক্ষতা বেশি। অঞ্চলভেদে বিভিন্ন কাজের ক্ষেত্রে মানুষের পারদর্শিতা ও আঞ্চলিক বিশেষায়ণ (regional specialization) হল আঞ্চলিক শ্রমবিভাগ।
(4) আন্তর্জাতিক শ্রমবিভাগ (International division of labour):
আঞ্চলিক শ্রমবিভাগের মতো আন্তর্জাতিক ক্ষেত্রেও বিভিন্ন দেশের ভৌগোলিক বিশেষত্ব অনুসারে বিভিন্ন পণ্য উৎপাদনে নিপুণতা ও বিভাজন লক্ষ করা যায়। যেমন- ফ্রান্স সুরা (মদ) উৎপাদনে; বেলজিয়াম, সুইজারল্যান্ড ও জার্মানি চকোলেট উৎপাদনে; কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুগ্ধজাত পণ্য উৎপাদনে অগ্রণী দেশ। আন্তর্জাতিক ক্ষেত্রে এই ধরনের শ্রমবিভাজন বা পণ্য উৎপাদনে বিশেষায়ণ আন্তর্জাতিক। শ্রমবিভাগ নামে পরিচিত।