মাটির উর্বরতা ও মাটির উৎপাদিকা/উৎপাদন ক্ষমতার পার্থক্য [Difference between soil fertility and soil productivity]
● মাটির উর্বরতা (Fertility)
●মাটির উৎপাদিকা/উৎপাদন ক্ষমতা (Productivity)
১। মাটির উর্বরতা বলতে উদ্ভিদের জন্য অত্যাবশকীয় পুষ্টি উপাদানগুলি সুষম পরিমাণে সরবরাহ করার ক্ষমতাকে বোঝায়।
১। নির্দিষ্ট ব্যবস্থাপনায় চাষ করা মাটির স্বাভাবিক অবস্থায় নির্দিষ্ট এক বা একাধিক ফসল উৎপাদনের জন্য মাটির যে ক্ষমতা তাকেই মাটির উৎপাদিকা বা উৎপাদন ক্ষমতা বলে।
২। মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতার উপর নির্ভরশীল নয়।
২। মাটির উৎপাদন ক্ষমতা মাটির উর্বরতার উপর নির্ভরশীল।
৩। উর্বরতা মাটির একটি সাধারণ ধর্ম ও বৈশিষ্ট্য।
৩। যথাযথ ব্যবস্থাপণা ও পরিচর্যার পর মাটির এই গুণ অর্জিত হয়।
৪। ঋতু পরিবর্তনের ফলে সাধারণত মাটির উর্বরতার হ্রাসবদ্ধি হয় না।
৪। ঋতু পরিবর্তনের ফলে মাটির উৎপাদন ক্ষমতার হ্রাসবৃদ্ধি হওয়া খুবই স্বাভাবিক ।
৫। গাছের অতি প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলির প্রাচুর্যতার উপর মাটির উর্বরতা নির্ভরশীল।
৫। প্রাকৃতিক অবস্থা মাটির উৎপাদন ক্ষমতাকে দারুণভাবে প্রভাবিত করে।
৬। সমস্ত উর্বর মাটিতে ফসল উৎপাদন করা সম্ভব নাও হতে পারে।
৬। সাধারণত উৎপাদন ক্ষমতাসম্পন্ন মাটিতে শস্য জন্মানোর অনুকূল পরিবেশ থাকে, অর্থাৎ শস্য ফলানোর মোটামুটি নিশ্চয়তা থাকে।
৭। কেবলমাত্র পুষ্টি মৌলগুলির সরবরাহের সাথে উর্বরতা সম্পর্কযুক্ত হয়।
৭। শস্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলির সহজলভ্যতার সাথে উৎপাদিকা শক্তি সম্পর্কযুক্ত।