welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

Virtual or Online Interview (ভার্চুয়াল বা অনলাইন সাক্ষাৎকার)

 ● Virtual or Online Interview (ভার্চুয়াল বা অনলাইন সাক্ষাৎকার)  

এখন বেশ কিছু অ্যাপ আছে যেগুলির সাহায্যে কাছে, দূরে এবং বহু দূরবর্তী মানুষের সাথেও যেখানে ওয়াইফাই বা মোবাইল নেটওয়ার্ক আছে, সেই অঞ্চলের মানুষের সাথে সরাসরি চাক্ষুষ দর্শণসহ সাক্ষাৎকার নেওয়া যায়। বিভিন্ন সোশাল নেটওয়ার্কিংয়ের সাহায্যেও এই সাক্ষাৎকার নেওয়া যায়। এছাড়া বিভিন্ন অ্যাপগুলির মধ্যে হোয়াটসঅ্যাপ ভিডিও কল, কনফারেন্সিং কল, বেশি লোকের সাথে অর্থাৎ দলগত সাক্ষাৎকারের জন্য জুম অ্যাপ, গুগল মিট্‌, গুগল ক্লাসরুম ইত্যাদি মাধ্যমে খুব সহজেই সাক্ষাৎকার অনুষ্ঠিত হতে পারে। এটি ভার্চুয়াল বা অনলাইন সাক্ষাৎকারের মধ্যে পড়ে। এটি আনলিমিটেড নেট কানেকশন থাকলে অতিরিক্ত ব্যয় ছাড়াই সংঘটিত হয়। এতে যাতায়াতের অর্থব্যয়, সময় ব্যায় উভয়ই বাঁচে। তবে যেখানে নেটওয়ার্ক ভালো থাকে না সেখানে, যেমন দূরবর্তী গ্রামাঞ্চলের ক্ষেত্রে এই ধরনের সাক্ষাৎকার অবিঘ্নিত করায় অসুবিধা ।

Middle post ad 01