welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

Video Recording in geography (ভিডিও রেকর্ডিং)

 Video Recording in geography (ভিডিও রেকর্ডিং) :

 ভিডিও রেকর্ডিং প্রাকৃতিক বা সামাজিক ঘটনাসমূহ অথবা অর্থনৈতিক ও মানবিক কর্মকাণ্ড সমূহের প্রয়োজনীয় অংশসমূহ ক্যামেরার সাহায্যে ভিডিও রেকর্ডিং করা হয়। এটি একটি প্রামাণিক তথ্য বা ডকুমেন্ট হিসেবে থেকে যায়। পরবর্তীকালে এই ভিডিও রেকর্ডিং থেকে তথ্য নির্বাচন করে তথ্য প্রক্রিয়াকরণ এর জন্য বাছা হয় এবং তথ্য বিশ্লেষণে এটি যথেষ্ট সহায়ক। তথ্য সংগ্রহ উপায় হিসেবে এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি, যেমন ধসের ঘটনার ফলে পাহাড়েরাস্তায় ট্রাফিক জ্যাম, কোন সামাজিক আচরণ বিধি সহ বিভিন্ন সম্প্রদায় বা গোষ্ঠীর কার্যকলাপসমূহ প্রয়োজন অনুসারে ভিডিও রেকর্ডিং মাধ্যমে তুলে আনা যায় এবং পরবর্তীকালে তথ্য নির্বাচন, তথ্য বিশ্লেষণে সেটি ব্যবহার করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01