Variables (চলক) :
চলককে এইভাবে সংজ্ঞায়িত করা যায়, এটি এরূপ উপাদান যার সংখ্যা অথবা পরিমাপ তারতম্যমূলক হয়। এই উপাদানগুলি চলক হিসেবে পরস্পর সম্পর্কে যুক্ত হতে পারে, আবার স্বকীয় বৈশিষ্ট্য সম্পন্নরূপে গবেষণা কার্যে প্রক্রিয়াকরণপূর্বক বিশ্লেষণে কার্যকরী হয়। ভ্যারিয়েবল্স্ বা চলক তিন ধরনের হয়—
১. স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল্স্ ও অধীন চলক বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল্স,
২. গুণগত চলক ও মাত্রিক চলক,
৩. বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলক।