welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

Transects and Quadrants (ট্রানজেক্ট ও কোয়াড্রেন্ট)

 Transects and Quadrants (ট্রানজেক্ট ও কোয়াড্রেন্ট) :

 ট্রানজেক্ট হলো একটি সরলরেখা যা টেপ, দড়ি অথবা তার দিয়ে টানা হয়। উদ্দেশ্য, এই রেখা ক্রমে অবস্থানকারী উপকরণসমূহ চিহ্নিত করা এবং নথিভুক্ত করা, যেমন এই রেখাক্রমে কী কী উদ্ভিদ প্রজাতি ভূমিরূপে দেখা যাচ্ছে, কী প্রকার ঘনত্ব বা পারস্পরিক দূরত্ব নিয়ে অবস্থান করছে, একইসঙ্গে কোন্ কোন্ বিশেষ উদ্ভিদ প্রজাতির আধিক্য অথবা অবস্থান রয়েছে তা নথিভুক্ত করা। টপোগ্রাফিক্যাল মানচিত্র আলোচনায় ট্রানজেক্ট চার্ট (Transect Chart)-এর ব্যবহার এই ধারণারই অনুসারী।

 এই চার্টে একটি সেকশন বা সরলরেখার মধ্যে বা দুপাশে সংলগ্ন বস্তুসকল যেমন সমোন্নতিরেখা, নদীবিন্যাশ, উদ্ভিদ, সড়কপথ, বসতি প্রভৃতি চিহ্নিত করা হয় ট্রানজেক্ট চার্ট মধ্যে। বস্তু সমূহের পারস্পরিক অবস্থান ও সম্পর্ক নির্ধারনে এই ট্রানজেক্ট চার্ট বিশেষ উপযোগী। বৃহত্তর ক্ষেত্রে এটি সড়কপথকে ট্রানজেক্ট হিসেবে অনুসরণ করে সড়ক পথের দুপাশে সড়ক পথ সংলগ্ন এবং কাছে, অনতিদূরে বস্তু বা উপাদানের ভৌগোলিক দূরত্ব অনুযায়ী অবস্থান নির্ধারণ করে। কোয়াড্রেন্ট হল একটি কাঠামো যা হতে পারে বর্গাকৃতি বা চতুষ্কোণ বা অনুরূপ দৈর্ঘ্য-প্রস্থ বিশিষ্ট আকৃতি, অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থের সমন্বয়ে একটি পরিসর বা আয়তন বিশিষ্ট এলাকা। এই নির্দিষ্ট আয়তন বিশিষ্ট এলাকার ভূমিদেশে রয়েছে এমন উপকরণগুলি লক্ষণীয়। 

এই উপকরণসমূহ চিহ্নিত করা, যেমন ভূমিদেশে অবস্থানকারী উদ্ভিদবৈচিত্র্য, উদ্ভিদ সংখ্যা ও কতটা আনুপাতিক এলাকা অধিকার করে আছে সেগুলি নির্ণয় করা। একটি ক্ষুদ্র এলাকার অন্তর্গত উপকরণের বন্টন ও ঘনত্ব নির্ণয় গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোন্ কোন্ প্রজাতির উদ্ভিদ অথবা প্রাণী ওই পরিসরের মধ্যে অবস্থান করছে, কত সংখ্যক এবং কীর্ প ঘনত্ব নিয়ে এবং ওই বর্গক্ষেত্রের শতকরা কতখানি অংশ অধিকার করছে তা নির্ণয় করা হয়। বিভিন্ন প্রজাতির উদ্ভিদ অথবা প্রাণী ক্ষুদ্রাকৃতি এলাকায় বিভাজিত ভূমিদেশে, জলাভূমি হলে জলাভূমির অন্তর্গত এলাকার ক্ষেত্রে উপরে বর্ণিত উপায়ে উদ্ভিদ, প্রাণী বা অন্যান্য উপাদানের বন্টন নথিভুক্ত করা হয়। ক্ষেত্র সমীক্ষালব্ধ উক্ত তথ্য পরিসংখ্যান প্রতিবেদন লেখার পূর্বে প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করা হয়।

Middle post ad 01