Sample Size (স্যাম্পল সাইজ) :
স্যাম্পল সাইজ বা নমুনা আয়তন নির্ভর করে কত বড় তথ্যবিশ্ব বা কত বিপুল পপুলেশন অর্থাৎ জনসংখ্যা তার উপর। সমীক্ষাভুক্ত জনসংখ্যা আয়তনে ছোট বা মাঝারি হলে উক্ত জনসংখ্যার মধ্য থেকে 25% – 40% জনসংখ্যার কাছ থেকে তথ্য সংগ্রহ করাই যায়। কিন্তু তথ্যবিশ্ব যদি খুব বড় হয়, পপুলেশন বেশি হয়, তবে স্যাম্পল সাইজ মোট পপুলেশন-এর 10%–25%নিলেও সিদ্ধান্ত বিজ্ঞানসম্মত হবেই বলে ধারণা। নমুনা আয়তন তথ্যবিশ্ব বা পপুলেশনের তুলনায় খুব কম হলে তথ্যবিশ্ব সম্পর্কে গবেষণার ফলাফল ত্রুটিপূর্ণ হবার সম্ভাবনা থাকবে।