welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

পূর্ব কলকাতার জলাভূমির বর্তমান অবস্থা (Present Status of East Kolkata Wetland)

 পূর্ব কলকাতার জলাভূমির বর্তমান অবস্থা (Present Status of East Kolkata Wetland)


পূর্ব কলকাতার জলাভূমির বর্তমান অবস্থা খুবই হতশ্রী প্রকৃতির। নানান প্রকার মনুষ্যসৃষ্ট অদুরদর্শী কার্যকলাপ পূর্ব কলকাতার জলাভূমির ওপর সুসংঘটিত হওয়ার ফলে তার স্বাভাবিক চরিত্র ও গুণাবলি ক্রমেই নষ্ট হয়ে যাচ্ছে। তার ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হচ্ছে বর্তমান পৃথিবীতে। পূর্ব কলকাতার জলাভূমির বর্তমান অবস্থা নিম্নে আলোচিত হল—



 (1) বৃহদায়তন যুক্ত ধারণ অববাহিকা থাকা সত্ত্বেও পূর্ব কলকাতার জলাভূমিতে জলপ্রবাহ বর্তমানে কলকাতা পৌরসভা কর্তৃক সৃষ্ট বর্জ্য জলের ওপর বহুলাংশে নির্ভরশীল।

 (2) বর্তমান সময়ে স্বাদু জলের প্রবাহ যথেষ্ট মাত্রায় হ্রাস পাওয়ায় এবং লবণাক্ত জলের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় পূর্ব কলকাতার জলাভূমি অঞ্চলে পলিসময়ের পরিমাণ দ্রুত বর্ধিত হচ্ছে।


(3) মানুষের বিভিন্ন অদুরদর্শী কার্যকলাপের ফলে পূর্ব কলকাতার জলাভূমির আয়তন বর্তমানে ক্রমসংকুচিত হচ্ছে। বিভিন্ন প্রোমোটাররাজের খপ্পরে পড়ে জলাভূমির ক্রমভরাটপ্রাপ্তি ঘটছে ও জলাভূমির আয়তন হ্রাস পাচ্ছে।


(4) বর্তমানে পূর্ব কলকাতার জলাভূমি এলাকার ভূমির ব্যবহারের যথেষ্ট পরিবর্তন সাধিত হচ্ছে।


(5) বর্তমানে পূর্ব কলকাতার জলাভূমি অপর্যাপ্ত জলপ্রবাহ রোগে বিশেষভাবে আক্রান্ত। (6) পূর্ব কলকাতার জলাভূমিতে বর্তমানে নানান প্রকার প্রযুক্তিগত সমস্যা সৃষ্টি হচ্ছে।


(7) পূর্ব কলকাতার জলাভূমির বর্জ্য জল সমৃদ্ধ ক্ষেত্রগুলি যথেষ্ট মাত্রায় সমস্যার সম্মুখীন হয়েছে।


(৪) পূর্ব কলকাতার জলাভূমির সামগ্রিক জীববৈচিত্র্য বর্তমানে গভীর সংকটের সম্মুখীন। বহুল জীববৈচিত্র্য ধ্বংসও হয়েছে মানুষের অদূরদর্শী ক্রিয়াকলাপের ফলে। এই অংশে জীববৈচিত্র্যের মান ক্রমশ নিম্নগামী হচ্ছে বর্তমানে। 

(9) বর্তমানে এই জলাভুমি অঞ্চলে জলাভূমি ভরাট করে বিল্ডিং তৈরির সঙ্গে সঙ্গে প্রচুর কৃষিক্ষেত্রের বৃদ্ধি ও শিল্প কলকারখানা তৈরি হচ্ছে।

(10) পূর্ব কলকাতার জলাভূমিতে বর্তমানে বর্জ্য পদার্থের পরিশোধনের মাত্রা যথেষ্ট হারে হ্রাস পেয়েছে। (11) বর্তমানে পূর্ব কলকাতার জলাভূমিতে খাদ্য-খাদক সম্পর্ক, খাদ্যশৃঙ্খল ও খাদ্যজাল যথেষ্ট মাত্রায় বিধ্বস্ত হচ্ছে।


(12) পূর্ব কলকাতার জলাভূমিতে বর্তমানে পরিচালন ব্যবস্থা ও পরিকাঠামোগত ব্যাপক হতশ্রী অবস্থার পরিস্থিতি লক্ষণীয় হচ্ছে।


(13) বাস্তুতান্ত্রিক ও পরিবেশগত স্থিতিশীলতা পূর্ব কলকাতার জলাভূমিতে বর্তমানে ব্যাপক মাত্রায় ক্ষুণ্ণ হচ্ছে।

Middle post ad 01