welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

পূর্ব কলকাতার জলাভূমির গুরুত্ব (Importance of East Kolkata Wetland)

 পূর্ব কলকাতার জলাভূমির গুরুত্ব (Importance of East Kolkata Wetland)


আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন পূর্ব কলকাতার জলাভূমিটির গুরুত্ব অপরিসীম। বিভিন্ন বিষয়ের ওপর এই জলাভূমিটির ভূমিকা অতুলনীয়। নিম্নে পূর্ব কলকাতার জলাভূমির গুরুত্বগুলি আলোচিত হল-


(1) পূর্ব কলকাতার জলাভূমি বিশেষভাবে বাতাসের কার্বন-ডাই-অক্সাইডের নিমজ্জনক্ষেত্র রূপে নির্বাচিত হয়। এই জলাভূমি কার্বনের এক বিরাট আধার রূপে কাজ করে থাকে।


(2) পূর্ব কলকাতার জলাভূমি কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলের বায়ুর গুণগত মানের উন্নতির সাপেক্ষে বিশেষ ভূমিকা পালন করে।

(3) পূর্ব কলকাতার জলাভূমি বিশেষ আঙ্গিকে শহরের একটি সুস্থিতিশীল প্রান্তবর্তী অঞ্চল গঠনে সাহায্য করে। --


(4) পূর্ব কলকাতার জলাভূমি বিশেষভাবে ধান উৎপাদনে সাহায্য করে। জলাভূমি অঞ্চলে মৎস্যক্ষেত্র থেকে নির্গত জলের দ্বারা ধান উৎপাদন ক্ষেত্রে ধান উৎপাদিত হয়।


(5) ধান ছাড়াও বিভিন্ন শাকসবজি, পদ্ম, শালুক ও অন্যান্য ফুল, পানিফল, নানান রকমের ভেষজ উদ্ভিদ প্রভৃতির চাষেও এই জলাভূমিটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।


(6) পূর্ব কলকাতার জলাভূমি বিশেষভাবে উৎকৃষ্ট প্রজাতির মাছের জোগান দিয়ে থাকে। এই জলাভূমি অঞ্চলের যে সব মৎস্যক্ষেত্রে বর্জ্যজল ব্যবহৃত হয়; সেইখানে উৎপাদিত মৎস্য কলকাতা শহরের দৈনিক প্রয়োজনের 1/3 অংশ পূরণ করে। 



(7) পূর্ব কলকাতার জলাভূমি বহু কলকারখানার প্রয়োজনীয় জলের উৎস হিসাবে কাজ করে থাকে।


(৪) পূর্ব কলকাতার জলাভূমি বিশেষভাবে স্থানীয় গ্রামবাসীদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করে থাকে।


(9) বহুল উদ্ভিদ ও প্রাণী প্রজাতির 'প্রাকৃতিক আবাসস্থল হিসাবে যথেষ্ট ভূমিকা পালন করে এই জলাভূমি। (10) পূর্ব কলকাতার জলাভূমিতে বহুল প্রজাতির অনুজীবের উপস্থিতিও লক্ষণীয়। এই অনুজীবগুলি কেবলমাত্র বাস্তুতান্ত্রিক দিক থেকে নয়; বাণিজ্যিক দিক থেকেও বিশেষ গুরুত্বপূর্ণ।


(11) পূর্ব কলকাতার জলাভূমি বিশেষভাবে বর্জ্যপদার্থ ও বর্জ্য জলের পরিশোধন করে থাকে। 

(12) পূর্ব কলকাতার জলাভূমি বিশেষভাবে আবর্জনার সঞ্জয় ভাণ্ডার রূপে কাজ করে থাকে।


(13) পূর্ব কলকাতার জলাভূমি স্বল্প মাত্রায় জলবায়ুগত অবস্থাকে প্রভাবিত করে।


(14) পূর্ব কলকাতার জলাভূমি পরিবেশের বাস্তুতান্ত্রিক ভারসাম্যকে সুষ্ঠুভাবে বজায় রাখার চেষ্টা করে।

Middle post ad 01