welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

পরিবেশ ভূগোলের সংজ্ঞা (Definition of Environmental Geography)

 পরিবেশ ভূগোলের সংজ্ঞা Definition of Environmental Geography

Concept 

বিজ্ঞানের যে শাখায় পরিবেশ ও তার বিভিন্ন উপাদান এবং উপাদানগুলির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া আলোচনা করা হয় তাকে পরিবেশ বিজ্ঞান (Environmental Science) বলে। 

পরিবেশ ভূগোল (Environmental Geography) কিন্তু পরিবেশ বিজ্ঞানের কোনো অংশ নয়। এটি সম্পূর্ণরূপে ভূগোলের একটি শাখা যেখানে শুধু প্রকৃতি নয়, মানুষকেও সমান গুরুত্ব দেওয়া হয়। পরিবেশ ভূগোলে মানুষের সার্বিক ক্রিয়াকলাপকে স্থান (space) ও সময়ের (time) নিরিখে বিচার করা হয়।


ধ্রুপদী ভূগোলের আদি মুহূর্ত থেকে আধুনিক ভূগোলের বর্তমান সময় পর্যন্ত যে সমস্ত নতুন ধারণা বা বিভাগ ভূগোলের বিষয়ভিত্তিক পরিসরে স্থান করে নিয়েছে তাদের মধ্যে অন্যতম হল পরিবেশ ভূগোল। ভূগোলবিদ্যার যে শাখায় পরিবেশ সম্পর্কিত সার্বিক আলোচনা এবং পরিবেশের সঙ্গে সাম্বন্ধিক বিভিন্ন বিষয় সম্পর্কে যথার্থ আলোচনা করা হয়, সেই শাখাটিকে পরিবেশ ভূগোল বলা হয়। আলোচ্য মূল শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল— 'Environmental Geography' অর্থাৎ এক কথায় বলতে গেলে বলা যেতে পারে যে, পরিবেশ ভূগোল হল পৃথিবীর পরিবেশ কেন্দ্রিক তথা পরিবেশ সাম্বন্ধিক বর্ণনা।


পরিবেশ ভূগোলের ভাবনা তথা দৃষ্টিভঙ্গি এতটাই গভীর যে পরিবেশ ভূগোলের সংজ্ঞা এক বাক্যে ব্যাখ্যা করা যায় না। পরিবেশ ভুগোলের সংজ্ঞা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন পরিবেশবিদগণ দিয়েছেন। কিন্তু কোনো একক সংজ্ঞা আজও যথার্থ আকারে সর্বসম্মতিরূপে গ্রাহ্য হয়ে ওঠেনি।


Definition :- 1 

ভূগোলের যে শাখায় মানুষ ও প্রকৃতি মিথস্ক্রিয়ার (Interactions), স্থানিক দৃষ্টিভঙ্গি (spatial aspect) আলোচিত হয় তাকে পরিবেশ ভূগোল বলে (... the branch of geography that describes the spetial aspects of inter- actions between individuals or societies and their natural environment.)


Definition :- 2

  অনেক ভৌগোলিক এই সংজ্ঞাকে সামান্য পরিবর্তিত করে এর মধ্যে কালিক চরিত্রকে (temporal characteristics) বুঝিয়েছেন। এঁদের মতে পরিবেশ ভূগোল হল স্থান ও কালের নিরিখে মানুষ ও পরিবেশের মিথস্ক্রিয়ার অনুধাবন (environmental geography understanding the interactions between humans and their environment in space and time.)।


Definition :- 3

 পরিবেশ ভূগোল শব্দ দুটি সম্ভবত সর্বপ্রথম ব্যবহৃত হয় Hewitt & Hare রচিত Man & Environment বইতে। এখানে পরিবেশ ভূগোলের সংজ্ঞাটিকে সুস্পষ্টভাবে বলা হয়েছে। তাদের মতে পরিবেশ ভূগোল হল পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে মানুষের যে মিথস্ক্রিয়া (interaction) তার নিয়মানুগ বা রীতিবদ্ধ (systematic) আলোচনা (environs ment geography is the study of systematic description of different components of environment and interactions of man with those components.)!


Definition :- 4

ভারতীয় ভৌগোলিক Savindra Singh পরিবেশ ভূগোল নামে একটি বই লেখেন 1989 সালে। সেখানে তিনি সুন্দরভাবে পরিবেশ ভুগোলের সংজ্ঞা রেখেছেন। তাঁর মতে জীব জগৎ ও প্রাকৃতিক পরিবেশে মিথস্ক্রিয়ার স্পানিক বৈশিষ্ট্যগুলির আলোচনাই হল পরিবেশ ভূগোল (the study of spatial attributes of interrelationships betwen living organisms and natural environment)। পরে অবশ্য তিনি প্রযুক্তিতে উন্নত আর্থিক মানুষ (technologically advanced economic man) ও কালিক কাঠামো (temporal framework) এই দুটি বিষয়কে পরিবেশ ভূগোলের আলোচনার অন্তর্ভুক্ত করেছেন।


Definition :- 5 

 ভূগোলবিদ স্ট্যালার (Strahler) 1977 সালে তাঁর বিখ্যাত গ্রন্থ Geography and Man's Environmenta পরিবেশ ভূগোল সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে— The phrase 'Man and Land' is often used to convey the essenece of Geography. While the relationship of humans to their earthly environment is a core concept in geography, an equally important idea is that the relationship has a certain distribution in space. Geography recognize that the quality of life differs from place to place in terms of richness of poverty incorporated life forms capable of being supported.

1977-এর Strabler-এর উপরিউক্ত আলোচনার কথাটিকে কিছুটা অন্যভাবে বর্ণনা করেন ভূগোলবিদ Irnokenti Gerasimov 1983 সালে তাঁর প্রখ্যাত গ্রন্থ Geography and Ecology-তে মত প্রকাশ করেছেন যে- (the concept of close mutual links and interactions of all environmental components serves as a scientific basis for constructive geographic research.) I


Definition :-  6

  প্রখ্যাত ভারতীয় ভৌগোলিক আর. সি. চাঁদনা (R. C. Chandna) 2003 সালে পরিবেশ ভূগোলের প্রাসঙ্গিক আলোচনায় বলেছেন যে, পরিবেশের জৈব ও অজৈব দুই প্রকার উপাদান গুরুত্বপূর্ণ। সামগ্রিক পরিবেশকে বুঝতে এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন প্রয়োজন। এই স্থান-প্রকৃতির পরিপ্রেক্ষিতে ভূগোল হল পরিবেশ ভূগোল (environmental geography includes the study of both the biotic and the abiotic attributes of environment and the interrelations between them in order to comprehend environment in its totality and in the context of aggregate nature of places.)।

Middle post ad 01