welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ডিপ ইকোলজি (Deep Ecology)

 ডিপ ইকোলজি (Deep Ecology) : 

ডিপ ইকোলজি (Deep Ecology) কথাটির প্রবক্তা হলেন নরওয়ের দার্শনিক আর্নে ন্যায়েস (Ame Naess ) | 1973 সাল)। আর্নে ন্যায়েন্স (Ame Naess) এর বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গীতে "the right of all forms of life to live is a universal right which can not be quantified. No single species of living being has more of this particular right to live and unfold than any other species স্লিপ ইকোলজি একটি বাস্তুতান্ত্রিক ও পরিবেশগত দার্শনিক দৃষ্টিভ। ন্যায়ে (Nacss)-এর মতে, পরিবেশে প্রত্যেকটি প্রাণীর বেঁচে থাকার স্বাভাবিক অধিকার রয়েছে।

 মনুষ্য সমাজ খাদ্য, বস্ত্র ও বাসস্থানের জন্য প্রকৃতিক পরিবেশের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। বর্তমানে সমগ্র পৃথিবীতে জনবিস্ফোরণের ফলে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বা পরিবেশগত স্থিতাবস্থা বহুলাংশে ক্ষুণ্ণ হয়েছে। অসংখ্য প্রজাতি মনুষ্য ক্রিয়াকলাপের ফলে পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে এবং কিছু কিছু প্রজাতি অতি সংকটাপন্ন, সংকটাপন্ন ও বিপন্ন অবস্থায় রয়েছে। ন্যায় (Naess ) "Deep' শব্দটি এই কারণেই ব্যবহার করেছেন যে পরিবেশে জৈব ও অজৈব উপাদানের মধ্যে | সর্বদা ভারসাম্য বজায় থাকে যা বর্তমানে অবৈজ্ঞানিক মনুষ্য ক্রিয়াকলাপের ফলে বিঘ্নিত হয়ে পড়ছে। ফলে প্রাকৃতিক পরিবেশ ও তার ভারসাম্য নিয়ন্ত্রণের জন্য আরো গভীরে গিয়ে চিন্তাভাবনা ও গবেষণার প্রয়োজন যা পরিবেশগত নীতি, বাস্তুতান্ত্রিক নীতি এবং সংরক্ষণ নীতির সমগোত্রীয়।

                               চিত্র  : আর্নে ন্যায়েস


ডিপ ইকোলজির প্রধান নীতিসমূহ ( Principles of Deep Ecology) : 

(1) প্রাকৃতিক বন্য পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, 

(2) মনুষ্য বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ ও

 (3) পরিবেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01