welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

অরোভিল আন্দোলন [Auroville Movement]

 অরোভিল আন্দোলন [Auroville Movement]


ভারতবর্ষের ইতিহাসে পরিবেশ সুরক্ষামূলক আন্দোলনের এক অসামান্য প্রমাণ হল অরোভিল আন্দোলন। এই আন্দোলনটি ভারতে পরিবেশগত সচেতনতা বিস্তারের ক্ষেত্রে ব্যাপক মাত্রিক গুরুত্ব বহন করে থাকে। অরোভিল আন্দোলনের ‘অরোভিল’ শব্দটির পূর্ণ অর্থ হল অরবিন্দ পল্লী। এই অর্থটির ইংরাজি প্রতিশব্দ হল Aurobindo Village। এই অরবিন্দ পল্লী হল আসলে নানান জাতির পারস্পরিক সম্পর্কযুক্ত মানুষের একসঙ্গে বসবাস করায় এক ছোটো পল্লী বা গ্রাম বিশেষ। আলোচ্য 'অরোভিল' গঠনের উৎসে ছিল পরিবেশের সুস্থতা, স্বাভাবিকতা ও বাস্তুব্যবস্থার সুষ্ঠু সংহতি বজায় রাখার অনবদ্য চেতনা। 

এই ‘অরোভিল' বা অরবিন্দ পল্লীর সংঘবদ্ধ মানবজনের সকলেই ঋষি অরবিন্দের শাস্ত্র, সমাহিত, আধ্যাত্মিক শাস্তিতে পূর্ণ জীবনদর্শনের দ্বারা ঐক্যবদ্ধ এবং এই জীবনবোধের প্রতি একান্তভাবে বিশ্বস্ত। অরবিন্দ পল্লীর ঋষি অরবিন্দ অনুরাগী সদস্যগণ প্রকৃতি ও পরিবেশের সাথে মনুষ্য জীবনের একাত্মতা বিষয়ক অরবিন্দের সমন্বয়ধর্মী জীবন চেতনাকে ঘিরে পরিবেশের সুস্থতা ও বাস্তুব্যবস্থার ভারসাম্য রক্ষার জন্য অতিসক্রিয়ভাবে কাজ করে চলেছেন। তাঁদের এই কার্য প্রায় কয়েক দশক ধরে হয়ে চলেছে। ঋষি অরবিন্দ অনুরাগী সদস্যগণের এই একনিষ্ঠ ও ধারাবাহিক কর্মযজ্ঞ হল এক যথার্থ সুরক্ষামূলক আন্দোলন। এই আন্দোলনই 'অরোভিল আন্দোলন' নামে সুপরিচিত। 

পরিবেশবাদী প্রশান্ত জীবনচিস্তাসমৃদ্ধ অরোভিল আন্দোলনের পরিবেশ সুরক্ষামূলক কার্যগুলি হল – সামাজিক বনসৃজন, জলসংযোগ ব্যবস্থাপনা, অধঃপতিত জমির পুনরুদ্ধার, জৈব সারের ব্যবহার, সৌর শক্তির সঞ্চয়, বাস্তুসংস্থানগত ভাবে নিরাপদ গৃহ নির্মাণ করা, নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ছায়া প্রদানকারী বৃক্ষরোপণ করা, সর্বোপরি পরিবেশের ভারসাম্য বজায় রাখা প্রভৃতি। এতে সন্দেহ নেই যে, অরোভিল আন্দোলনের আন্দোলনকারীদের পরিবেশবাদী কর্মপ্রবণতা সারা ভারতবর্ষ জুড়ে সংঘটিত হওয়া পরিবেশ সচেতনতার আন্দোলনের ক্ষেত্রে এক উজ্জ্বল আদর্শ।

 অরোভিল আন্দোলন হল ভারতের বুকে সংঘটিত হওয়া এমন এক আন্দোলন যে আন্দোলনটি কোনোরূপ ক্ষোভ-বিক্ষোভ, বিদ্রোহ, অভিযান ও সংগ্রামী কর্মতৎপরতা ছাড়াই কেবলমাত্র ঋষি অরবিন্দের জীবনদর্শনের ভিত্তিতে প্রকৃতি ও পরিবেশের সুস্থতা এবং স্বাভাবিকতা সংরক্ষণের বার্তা অম্লানভাবে বয়ে নিয়ে চলেছে।

Middle post ad 01