উইন্ড রোজ চিত্র (Wind Rose Diagram) :
কেন্দ্রে শান্ত বায়ুর একটি ছোটো বৃত্ত অঙ্কন করে ওই কেন্দ্রের ওপর ভিত্তি করে বায়ুপ্রবাহের দিকের সংখ্যা দেখানোর জন্য বৃত্তের প্রান্ত থেকে চতুর্দিেেক ৪টি দিকনির্দেশক ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের সরলরেখার দ্বারা যে বিশেষ ধরনের নক্ষত্র চিত্র অঙ্কন করা হয় তাকে Wind Rose বলে।
• উপযোগিতা বা ব্যবহার :
উইন্ডরোজ-এর সাহায্যে ঋতুকালীন বায়ুপ্রবাহের দিক জানা যায় এবং এর সাহায্যে কোনো অঞ্চলের আবহাওয়া ও জলবায়ুর বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করা যায়।
যেমন— মৌসুমি জলবায়ুতে অধিকাংশ বায়ু দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে প্রবাহিত হলে বুঝতে হবে যে, এটি গ্রীষ্মকালীন মৌসুমি ঋতু বা বর্ষা ঋতু। আবার বায়ু উত্তর-পূর্ব দিক থেকে বেশি প্রবাহিত হলে বুঝতে হবে যে, এটি প্রত্যাবর্তনকারী মৌসুমি ঋতু।
• অঙ্কন পদ্ধতি :
1. সারণী থেকে প্রথমে বায়ুপ্রবাহের ৪টি দিকের ও শান্ত অবস্থার পরিসংখ্যান হিসেব করে সেগুলিকে শতকরায় প্রকাশ করতে হবে।
2. এবার একটি ছককাগজ (graph paper)-এ একটি মধ্যবিন্দু নির্ণয় করে শান্ত অবস্থার পরিসংখ্যান অনুযায়ী বৃত্তের ক্ষেত্রফল nr” ধরে বৃত্তের ব্যাসার্ধ (r) নির্ণয় করা হয় এবং নির্দিষ্ট স্কেল-এ ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে মধ্যবিন্দু অনুযায়ী বৃত্ত অঙ্কন করা হয়। তবে শান্ত বায়ুপ্রবাহের পরিসংখ্যাকে অন্য কোনো বিষয়ের সঙ্গে তুলনা করতে হয়। তাই যেকোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলেও কোনো অসুবিধা নেই।
3. এর পর বায়ুপ্রবাহের প্রতিটি দিকের পরিসংখ্যা দেখানোর জন্য বৃত্তের কেন্দ্রের ওপর ভিত্তি করে প্রান্ত থেকে 45° কৌণিক ব্যবধানে ৪টি দিক-নির্দেশক সরলরেখা অঙ্কন করা হয়। প্রতিটি দিকের পরিসংখ্যান স্কেল অনুযায়ী বসিয়ে সরলরেখার দৈর্ঘ্যগুলি অঙ্কন করতে হয় এবং শেষ প্রান্তে বায়ুপ্রবাহের দিকগুলি নির্দেশ করা হয়।
4. পরিশেষে ৪-টি রেখার শেষপ্রান্তগুলিকে ভগ্ন সরলরেখা দ্বারা যুক্ত করলেই চিত্রটি সম্পূর্ণ হয়।