welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

মাসাইদের সামাজিক সমস্যা (Social problems of the Maasai) :

 মাসাইদের সামাজিক সমস্যা (Social problems of the Maasai) :



1. পিতৃতান্ত্রিক মাসাই সমাজের একটি বড়ো সমস্যা হল মহিলাদের উপেক্ষা করে রাখা। মাসাইদের অভ্যন্তরীণ ‘Kraal’-গুলি বাদে অন্যান্য বহির্জগতে মহিলাদের গমন পুরোপুরি নিষিদ্ধ। ফলে বেশির ভাগ মহিলারাই গৃহবন্দি রূপে, জীবন যাপন করে। তাছাড়া মাসাই সমাজে যেমন বিধবাদের পুনর্বিবাহের সুযোগ নেই তেমনই অসংখ্যমহিলা বহুবিবাহের শিকার, যাদেরকে মাসাই পুরুষরা শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্যই "স্ত্রীর স্বীকৃতি দেয়। ফলে মাসাই সমাজের মহিলাদের স্বাভাবিক গুণাবলি বিকশিত হয় না।


2. মাসহিরা পশুপালন এবং সংগ্রহভিত্তিক জীবনধারার মধ্য দিয়ে যে সমস্ত খাদ্য পেয়ে থাকে তা সবসময় শরীরের প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম। বর্তমান কেনিয়ার প্রায় 3.4 লক্ষ মাসাই খাদ্য নিরাপত্তাহীনতায় চুগছে। এ ছাড়াও মাসাইল্যান্ডের যে সমস্ত চারণভূমিতে মাসাইরা পশুপালন করে, সেখানেও পর্যাপ্ত পশুখাদ্যের অভাব রয়েছে। ফলে এখানকার অধিকাংশ পশুরা অনেকসময় না খেতে পেয়ে মারা যায়।


3. স্বাস্থ্য ক্ষেত্রে মাসাহরা বহুবিধ সমস্যায় জর্জরিত।


(i) মাসাই উপজাতিরা তাদের জটিল রোগগুলিতেও প্রথাগত আয়ুর্বেদিক চিকিৎসা করে থাকে বলে, অনেক ক্ষেত্রে অধিকাংশ মাসাইদের মৃত্যু পর্যন্ত ঘটে।

 (ii) মাসাইল্যান্ডের অন্তত 10% থেকে 20% অধিবাসী HIV রোগে আক্রান্ত হয়।

(iii) এখানকার অনিয়ন্ত্রিত জন্মহার একদিকে যেমন শিশুমৃত্যুর হারকে বৃদ্ধি করছে, তেমনই জমির ওপর জনসংখ্যার চাপও দিনে দিনে বাড়ছে।

(iv) মাসাইল্যান্ডের এমনকিছু জায়গা রয়েছে, যেখানে মহিলাদের জন্ম দেওয়ার সময়, 50-70 মাইলেরও বেশি নূরত্বের কোনও হাসপাতালে নিয়ে যেতে হয়। ফলে মাতৃত্বকালীন মৃত্যুহার যেমন একদিকে বাড়ে, তেমনই 30% থেকে 40% মাসাই মহিলাদের প্রসব রাস্তাতেই হয়ে যায়, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।


4. মাসাই সমাজের প্রায় 80% মানুষ পর্যাপ্ত জলের অভাবে জর্জরিত। মাসাইল্যান্ডের অন্তর্গত কেনিয়ায় উন্নত জলসম্পদ ব্যবস্থাপনার সুযোগ থাকলেও এখানকার অধিকাংশ ভাগের পাইপলাইন মাসাই অঞ্চলের পাশ কাটিয়ে বেরিয়ে গেছে। ফলে মাসাই সম্প্রদায় এখানকার জলসম্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মাসাই সমাজের ধর্মী ব্যক্তিরাই এই জলকে শুধু ব্যবহার করার সুযোগ পায়। তা ছাড়া মাসাইল্যান্ডে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণও যথেষ্ট কম। সব মিলিয়ে মাসাইরা প্রবল জলকষ্টে ভোগে।


5. শিক্ষাব্যবস্থাতেও মাসাইরা যথেষ্ট পিছিয়ে। এখানে মাসাই সম্প্রদায়ের উপযোগী স্কুল, কলেজ এবং শিক্ষকদের যথেষ্ট অভাব রয়েছে। তা ছাড়া মাসাই সমাজের মেয়েরা সর্বদা গৃহবন্দী থাকায়, এদের 10%-এরও কম প্রচলিত শিক্ষার আওতায় আসে।


6. মাসাইল্যান্ডের অধিবাসীরা পশ্চিমি সংস্কৃতির প্রভাবে প্রায়শই হুমকির মুখে পড়ে। ফলে আধুনিক বিশ্বের সঙ্গে মাসাইরা কখনোই নিজেদেরকে মিলিয়ে দেয় না।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01