welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ভারতের ম্যানগ্রোভ অরণ্য (Mangrove Forest of India) :

 ভারতের ম্যানগ্রোভ অরণ্য (Mangrove Forest of India) :



ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদগুলি লবণাক্ত মৃত্তিকাতে এবং উপকূলভাগের উচ্চ সমুদ্রতল (High sea level) থেকে নিম্ন সমুদ্রতল (Cow sea level zone)-এর মধ্যে অবস্থান করে। মাটিতে প্রচুর পরিমাণে অজৈব লবণ যেমন, NaCl, MgCl,, MgSO, ইত্যাদি দ্রবীভূত অবস্থায় থাকায় এদের শোষণকার্যের হার খুবই কম। লবণাম্বু উদ্ভিদের প্রস্বেদন হার হ্রাস করার প্রয়োজন দেখা দেয়। সেই কারণে তারা খুবই সন্তর্পণে নির্বাচিত জল ও খনিজ লবণ শোষণ করে। এই উদ্ভিদগুলি এক-বর্ষজীবী বীরুৎ প্রকৃতির। ভারতে গঙ্গা ও সিন্ধুনদের বদ্বীপ এবং খাঁড়িতে, ওডিশা, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট অঞ্চলের সমুদ্রোপকূলবর্তী অঞ্চলে এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় আদর্শ ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায়।


অঙ্গস্থানিক বৈশিষ্ট্য (Morphological feature ) :

 (i) এই উদ্ভিদগুলির উচ্চতা কম হয় কারণ লবণাক্ত মৃত্তিকা গাছের দৈর্ঘ্য হ্রাস করে। উদ্ভিদগুলি খর্বাকার হয়ে থাকে।


(ii) পাতাগুলি পুরু এবং এদের আয়তন ছোটো হয়। আকৃতি রেখাকার, ডিম্বাকার প্রভৃতি হয়ে থাকে। কোথাও পত্রবিহীন উদ্ভিদও দেখা যায়।


(iii) বীরুৎ শ্রেণির উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ড শায়িত হয়।


 (iv) অনেক উদ্ভিদের মূল মৃত্তিকা ভেদ করে খাড়াভাবে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীত দিকে মুক্ত বায়ুতে উঠে আসে এবং প্রতীপ অভিকর্ষ বৃত্তি (negative geotropic) যা "শ্বাস মূল” নামে পরিচিত।

Middle post ad 01