ঢাল বিবর্তনে উডের মডেল (Wood's Model on Evolution of Slope )
ভূবিজ্ঞানী অ্যালান উড (Allan Wood, 1942) ঢালের জ্যামিতিক শ্রেণিবিভাগের সমর্থক ছিলেন। এই চিন্তাধারায় তিনি 1942 সালে ঢাল বিবর্তনের এক অভিনব তত্ত্ব দেন। উডের মতে উন্মুক্ত শিলাস্তারে আবহবিকার হলে খাড়া ঢালের সৃষ্টি হয়। তিনি এই ঢালকে উল্লাস খাড়া ঢাল বা মুক্ত পৃষ্ঠ (free face) নামে অভিহিত করেছেন।
● মূল ধারণা (Main Idea)
উড বিশ্বাস করেন খাড়া ঢালযুক্ত মুক্ত পৃষ্ঠ অঞ্চলের পাদদেশে ট্যালাস জাতীয় পদার্থ সজ্জিত হয়। দীর্ঘকালীন এই সঞ্চয়ে প্রতিসম চাল তৈরি হয়। এই প্রকার চালকে কনস্ট্যান্ট (constant) বা অপরিবর্তিত (unchanged) বা ট্যালাস (talus) ঢাল বলে। এটি সাধারণত খাড়াই ঢালের পাদদেশের অবতল ঢালের সাথে স্পর্শকরূপে অবস্থান করে। পরবর্তীকালে এই ট্যালাস ঢালের উপরও জয় হতে দেখা যায়। তখন ট্যালাস ঢালটি ক্রমশ অবলাকৃতি ধারণ করে।
● ঢালের বিবর্তন (Evolution of Slope) :
উত্তের ঢাল বিবর্তন তত্ত্ব নিম্নলিখিতভাবে বিশ্লেষণ করা যায়
1. প্রথমে একটি নাড়া মুক্ত পৃষ্ঠ (free face) ভূমিভাগের উপরিভাগে উত্তল (convex) ঢালের সৃষ্টি হবে। একে পাহাড়ের চূড়ার উত্তল ঢাল (summital convexity) বলে।
2. এই সময় ভূমিভাগের নিম্ন অংশে অবতল ঢাল থাকে। একে পাদদেশীয় অবতল ঢাল (pediment concavity) বলে।
3. এই দুই ঢালের মধ্যবর্তী অংশে ঋজুরেখ ঢাল (Straight বা rectilinear slope) দেখা যায়। এতে ধ্রুবক ঢালও (constant slope) বলা হয়। এই ঢালের উপরিভাগ একটানা সমান কোণবিশিষ্ট হয়। ধ্রুবক ঢাল তৈরি হলে ঢালের সমপরিমাণ পশ্চাদপসরণ ঘটে ফলে পাদদেশীয় ঢালের উদ্ভব হয়।
4. একসময় পাদদেশীয় অবতল ঢাল ও শীর্ষদেশীয় উত্তল ঢাল বাছাকাছি আসে অর্থাৎ ঋজুরেখ ঢালের দৈর্ঘ্য কমতে থাকে। অবশেষে সমগ্র অংশে অবতল-উজ্জ্বলীয় (concavo convex) ঢালের দৃষ্টি হয়। পরবর্তীকালে সমগ্র ভূমিরূপ উচ্চতা হারিয়ে সমতল প্রকৃতির হয়।
5. কালক্রমে পাদদেশীয় ঢালের সমান্তরাল পশ্চাদপসরণ হলে আবার নতুন করে পাদদেশীয় ঢালের উদ্ভব হবে। এভাবেই বিবর্তন চলতে থাকবে।
● সমালোচনা (Criticism)
(1) অ্যালান উড উপত্যকার ঢালের আকৃতি নিয়ে ধ্রুবক ঢালের (constant slope) কথা বলেছেন যা অনেক ভূবিজ্ঞানীর কাছে গ্রহণযোগ্য নয়।
(2) এটি জ্যামিতিক ঢালের দৃষ্টিভঙ্গির উপর দাঁড়িয়ে, ফলে চালের উৎপত্তিগত (genetic) শ্রেণিবিভাগের ব্যাখ্যা এই বিবর্তন তত্ত্বে পাওয়া যায় না।
(3) এটি একটি অতি সরলীকরণ ধারণা মাত্র। বাস্তবে ভূমিরূপের বিবর্তন অনেক বেশি জটিল প্রক্রিয়া
(4) উড বিভিন্ন ধরনের ঢালের আকারের কথা বলেছেন, কিন্তু সৃষ্টির পেছনে সঠিক বিজ্ঞানকে হাজির করতে পারেননি।