welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

স্থায়ী কৃষি ( Sedentary Agriculture ) :

স্থায়ী কৃষিব্যবস্থা মূলত দীর্ঘদিন ধরে কৃষির উপযোগী কোনও নির্দিষ্ট অঞ্চলে স্থিতিশীলভাবে গড়ে ওঠে।

 স্থায়ী কৃষি 
( Sedentary Agriculture ) :



1. প্রকৃতি


স্থায়ী কৃষিব্যবস্থা মূলত দীর্ঘদিন ধরে কৃষির উপযোগী কোনও নির্দিষ্ট অঞ্চলে স্থিতিশীলভাবে গড়ে ওঠে।

2. স্থান


পৃথিবীর বেশির ভাগ স্থায়ীকৃষি ব্যবস্থা উর্বর সমতলভূমি কিংবা কোনও নদী-তীরবর্তী অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠে।

3. বয়স


স্থায়ী কৃষিব্যবস্থা  ll অত্যন্ত নবীন।

4. পদ্ধতি


এখানে সনাতন প্রথায় জমি কর্ষণ করে বপন ও রোপণ-এর মাধ্যমে কৃষিকাজ করা হয়।

5. কৃষক সম্প্রদায়

স্থায়ী কৃষিকাজে নিযুক্ত কৃষক সম্প্রদায়-এর বেশির ভাগ সাধারণ গোষ্ঠীভুক্ত মানুষ।

6. জীবনযাত্রার মান

এই কৃষিতে নিযুক্ত কৃষকদের জীবনযাত্রার মান। তুলনামূলকভাবে উন্নত।

7. পরিবেশগত স্বায়ী কৃষিতে পরিবেশগত সমস্যার পরিমাণ অনেক কম।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01