welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

স্থায়ী কৃষি ( Sedentary Agriculture ) :

স্থায়ী কৃষিব্যবস্থা মূলত দীর্ঘদিন ধরে কৃষির উপযোগী কোনও নির্দিষ্ট অঞ্চলে স্থিতিশীলভাবে গড়ে ওঠে।

 স্থায়ী কৃষি 
( Sedentary Agriculture ) :



1. প্রকৃতি


স্থায়ী কৃষিব্যবস্থা মূলত দীর্ঘদিন ধরে কৃষির উপযোগী কোনও নির্দিষ্ট অঞ্চলে স্থিতিশীলভাবে গড়ে ওঠে।

2. স্থান


পৃথিবীর বেশির ভাগ স্থায়ীকৃষি ব্যবস্থা উর্বর সমতলভূমি কিংবা কোনও নদী-তীরবর্তী অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠে।

3. বয়স


স্থায়ী কৃষিব্যবস্থা  ll অত্যন্ত নবীন।

4. পদ্ধতি


এখানে সনাতন প্রথায় জমি কর্ষণ করে বপন ও রোপণ-এর মাধ্যমে কৃষিকাজ করা হয়।

5. কৃষক সম্প্রদায়

স্থায়ী কৃষিকাজে নিযুক্ত কৃষক সম্প্রদায়-এর বেশির ভাগ সাধারণ গোষ্ঠীভুক্ত মানুষ।

6. জীবনযাত্রার মান

এই কৃষিতে নিযুক্ত কৃষকদের জীবনযাত্রার মান। তুলনামূলকভাবে উন্নত।

7. পরিবেশগত স্বায়ী কৃষিতে পরিবেশগত সমস্যার পরিমাণ অনেক কম।

Middle post ad 01