পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা কি? (What are the needs for Environmental studies?)
এই পৃথিবীই বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র গ্রহ যাতে রয়েছে সেই অনুকুল পরিবেশ যা মানুষ, উদ্ভিদ ও অন্যান্য জীবজগতের প্রাণধারণের উপযোগী। সুতরাং এই পরিবেশকে জানা ও চেনা এবং পরিবেশকে রক্ষা করা জীবজগতের শ্রেষ্ঠ প্রাণী হিসেবে মানুষের কর্তব্য। পরিবেশ পাঠের উপযোগিতা বহু।
পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা :
1 পরিবেশের উৎপত্তি বা উদ্ভব সম্পর্কে জানা। সৃষ্টির পর পৃথিবী কিভাবে মানুষের বসবাসের উপযোগী হয়ে উঠেছে সে সম্পর্কে জ্ঞানলাভ করা। ও প্রাকৃতিক পরিবেশের উপকরণগুলি সম্পর্কে অবহিত হওয়া। প্রকৃতি ও মানুষ কিভাবে বারে বারে পরিবেশে বিপর্যয় নিয়ে আসে সে সম্পর্কে জানা ও সতর্ক হওয়া।
2 পরিবেশকে ও তার বাস্তুতন্ত্রকে অধ্যয়ন করা। কিভাবে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক সম্পর্কে বাস্তুতন্ত্র গঠিত হয়। তা জানা। পরিবেশ ও বাস্তুতন্ত্রকে সংরক্ষণ করার বিষয়ে সচেতন হওয়া।
3 পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন হওয়া ও দূষণরোধের উপায়গুলি জানা।
4 প্রচলিত ও অপ্রচলিত শক্তির উৎসগুলির ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে অবহিত হওয়া।
5 জনস্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া।
6 জনসাধারণের অধিকার সম্পর্কে সজাগ হওয়া।
7 প্রকৃতিতে হস্তক্ষেপ থেকে যথাসম্ভব বিরত থাকা, যেমন নির্বিচারে বনভূমি ধ্বংস, বাঁধ, জলাধার নির্মাণ করে নদীপ্রবাহে হস্তক্ষেপ করা, অ-জৈবপচনযোগ্য (Non-biodegradable) বস্তু ব্যবহার না করা এবং পতিত জলাজমি ভরাট করা ইত্যাদি কারণে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করা প্রভৃতির কুফল সম্পর্কে সচেতন হওয়া।
8 পরিবেশের পক্ষে কোল্টা ক্ষতিকর, কোল্টা উপকারী বুঝতে শেখা।
9 এই পৃথিবী সকলের বাসভূমি। পরিবেশে সকলেরই বাঁচার অধিকার আছে। দরকার, পারস্পরিক সহাবস্থানের প্রয়োজনীয়তা উপলদ্ধি করা।
10 পরিবেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য দায়ী যারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাদি কী হতে পারে জানা।
11 পরিবেশ কী ধরনের উৎপাদন ব্যবস্থার উপযোগী সে সম্পর্কে পরিবেশ পাঠ সাহায্য করতে পারে।
12 পরিবেশের ক্ষতি না করেও কিভাবে সম্পদ ব্যবহারে এবং মানুষের প্রয়োজনে একটি ভারসাম্য আনা যায় পরিবেশ পাঠ সে সম্পর্কে সাহায্য করে।
13 কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশকে সম্পদ উৎপাদনের উপযোগী রাখা যায় পরিবেশ পাঠ সে সম্পর্কে উপায় নির্দেশ করে।