welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

মোনেক্স (MONEX - Monsoon Experiment)

বিশ্ব আবহাওয়া সংস্থা (World Meteorological Organisation বা সংক্ষেপে WMO) এবং আন্তর্জাতিক বিজ্ঞান গোষ্ঠী (International Council of Scientific Unions).

 মোনেক্স( MONEX - Monsoon Experiment) 


বিশ্ব আবহাওয়া সংস্থা (World Meteorological Organisation বা সংক্ষেপে WMO) এবং আন্তর্জাতিক বিজ্ঞান গোষ্ঠী (International Council of Scientific Unions)-এর যৌথ উদ্যোগে 1969 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বিশ্ব বায়ুমণ্ডল গবেষণা প্রকল্পের (Global Atmospheric Research Programme বা সংক্ষেপে GARP) অধীনে উপগ্রহ চিত্রের মাধ্যমে মৌসুমি বায়ু প্রভাবিত অঞ্চলের ওপর গবেষণার বিশেষ কর্মসূচিকে 'Monsoon Experiment' বা সংক্ষেপে MONEX বলা হয়। ভারতীয় গবেষকদের সহায়তায় 1978-79 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র, পূর্বতন সোভিয়েত রাশিয়া, ফ্রান্স ও ভারত একসঙ্গে MONEX-এর কাজ শুরু করে।


• উদ্দেশ্য : 

MONEX-এর প্রধান উদ্দেশ্য ছিল ভারতে মৌসুমি বায়ুর উৎপত্তি, বৃষ্টিপাতের অনিশ্চয়তা, ঋতুভিত্তিক বৈপরীত্যের কারণ ইত্যাদি নিয়ে গবেষণা করা।


• কর্মসূচির রূপরেখা :

 MONEX-এর অধীনে তিনটি প্রধান কর্মসূচি নেওয়া হয়। এগুলি হল—


1. শীতকালে 1 ডিসেম্বর 1978 থেকে 5 মার্চ 1979-এর মধ্যে পূর্ব ভারত মহাসাগরে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমীক্ষা চালানো।


2. গ্রীষ্মকালে 1 মে থেকে 31 আগস্ট 1979-এর মধ্যে আফ্রিকার পূর্ব উপকূল, আরব সাগর ও বঙ্গোপসাগর সংলগ্ন স্থলভাগ এবং 10° উত্তর ও 10° দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে সমীক্ষা চালানো।


3.  1 মে থেকে 31 আগস্ট 1979-এর মধ্যে পশ্চিম ও মধ্য আফ্রিকায় মৌসুমি বায়ু সংক্রান্ত পর্যবেক্ষণ চালানো। এই সমীক্ষাগুলিকে সাহায্য করার উদ্দেশ্যে মালয়েশিয়ার কুয়ালালামপুর ও ভারতের নতুন দিল্লিতে সহযোগিতা কেন্দ্র স্থাপন করা হয়।

তথ্য সংগ্রহের মাধ্যম :

MONEX-এর কর্মসূচি রূপায়ণের জন্য উক্ত দেশগুলির জাহাজ, বিমান ও উপগ্রহ চিত্রের সাহায্য নেয়া হয়। MONEX-এর কর্মযজ্ঞ সম্পাদনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তিনটি বিমান, সোভিয়েত রাশিয়া 5টি জাহাজ, ভারত 4টি জাহাজ ও একটি বিমান এবং ফ্রান্স একটি জাহাজ প্রেরণ করে। এ ছাড়াও এই দেশগুলি একযোগে 5টি জিওস্টেশনারি উপগ্রহ (Geostationary Statellite) এবং বেশ কয়েকটি সানসিনক্রোনাস উপগ্রহ (Sunsynchronus Statellite) ব্যবহার করে। এদের মধ্যে ভারত প্রেরিত কৃত্রিম উপগ্রহ INSAT, মার্কিন যুক্তরাষ্ট্র প্রেরিত GOES এবং ইউরোপীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (European Space Agency) প্রেরিত 'METEOSAT' উল্লেখযোগ্য। এ ছাড়াও বাংলাদেশের ঢাকায় জাপান কর্তৃক একটি উপগ্রহ প্রেরণ করা হয়।


• সমীক্ষার ফলাফল : 

MONEX-এর সমীক্ষাগুলি থেকে প্রাপ্ত মৌসুমি বায়ু সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য হল—


1. MONEX-এর পর্যবেক্ষণ থেকে মৌসুমি বায়ুর উৎপত্তি সংক্রান্ত ধোঁয়াশার কিছুটা হলেও লাঘব হয়েছে। ফ্রান্সের উদ্যোগে আফ্রিকার দিয়েগো গার্সিয়া (Diego Garcia) এবং সিসিলি (Seychelles) দ্বীপ থেকে আধুনিক আবহাওয়া পরিমাপক যন্ত্রপাতি সমৃদ্ধ ৪৪টি বেলুন উৎক্ষেপণ করা হয়। দেখা যায়, এই বেলুনগুলি মৌসুমি বায়ু তাড়িত হয়ে ভারতীয় উপকূল অভিমুখে যাত্রা করছে (চিত্র)। এদের মধ্যে একটি বেলুন মৌসুমি বায়ু তাড়িত হয়ে মায়ানমার উপকূলে পৌঁছায় (চিত্র )। এর থেকে মৌসুমি বায়ুর উৎপত্তি ও প্রবাহপথ সম্বন্ধে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। বেলুনগুলির গতিপথ অনুসরণ করলে বোঝা যায় মৌসুমি বায়ু নিরক্ষরেখার দক্ষিণ থেকে এসে নিরক্ষরেখা অতিক্রম করার পর ডানদিকে বিক্ষিপ্ত হয়ে ভারতে প্রবেশ করছে।



2. বেলুনের পথগুলি অনুসরণ করে গবেষকরা এই সিদ্ধান্তে আসেন যে, মৌসুমি বায়ু অদ্ভুতভাবে বায়ুচাপ ঢাল ও কোরিওলিস বলের সঙ্গে সামঞ্জস্য রেখে জিওস্ট্রফিক ভারসাম্য প্রতিষ্ঠা করে ক্রমশ ভারতের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।


3. বেলুনগুলির পর্যবেক্ষণ দ্বারা নিম্ন বায়ুমণ্ডলে জেট বায়ুর উপস্থিতি লক্ষ করা যায়। এগুলি মূলত আফ্রিকার কেনিয়া উপকূলের মধ্যেই সীমাবদ্ধ। জেট বায়ুর গতিবেগ ও তীব্রতায় দিন ও রাতে যথেষ্ট পরিবর্তন লক্ষ করা যায়। এই জেট বায়ু সোমালি স্রোতের সঙ্গে মিলে উপকূলীয় অঞ্চলে জলতল বৃদ্ধি করে। এই জলতল মৌসুমি বায়ুর আগমনের সঙ্গে সঙ্গে ক্রমশ উত্তর দিকে সরতে থাকে। এর মাধ্যমে মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ু ও সমুদ্রস্রোতের যোগাযোগ প্রমাণিত হয়।


4. MONEX-এর পর্যবেক্ষণ থেকে মৌসুমি বায়ুর দেরিতে আসার কারণও অনুধাবন করা সম্ভব হয়। MONEX-এর পর্যবেক্ষণে 1979 খ্রিস্টাব্দে মৌসুমি বায়ু স্বাভাবিক সময়ের তুলনায় 10 দিন পর অর্থাৎ 10 জুন কেরালার তিরুবনন্তপুরমের উপকূলে প্রবেশ করে। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়, দক্ষিণ আরব সাগরে বায়ুর ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনের কারণে সৃষ্টি হওয়া প্রতীপ ঘূর্ণবাত মৌসুমি বায়ুকে বাধাপ্রদান করায় এটি ভারতে প্রবেশ করতে দেরি করে।


5. MONEX মৌসুমি বৃষ্টিপাতের কারণ অনুসন্ধানের ক্ষেত্রেও আলোকপাত করে ৷


সুতরাং, MONEX-এর সহায়তায় আবহবিদগণ সামগ্রিকভাবে মৌসুমি বায়ু সম্পর্কিত অজানা বিষয়ে তথ্য আহরণ করেন এবং মৌসুমি বায়ু সংক্রান্ত একটি সংখ্যাতাত্ত্বিক মডেল (Numerical model) প্রস্তুত করতে সক্ষম হন।

Middle post ad 01