welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বিভিন্ন উদ্দেশ্যে ভূমির ব্যবহার (Land use for various purposes)

ভূমির ব্যবহার বহু উদ্দেশ্যে করা হয়। ভূমির মুখ্য ব্যবহারগুলি হল কৃষিকাজ, বসতিবিস্তার, অরণ্যে কাঠ ও অন্যান্য বনজ দ্রব্য সংগ্রহ, তৃণাঞ্চলে পশুপালন, খনি

 বিভিন্ন উদ্দেশ্যে ভূমির ব্যবহার (Land use for various purposes)


 কি কি উদ্দেশ্যে ভূমির ব্যবহার হয়ে থাকে?

ভূমির ব্যবহার বহু উদ্দেশ্যে করা হয়। ভূমির মুখ্য ব্যবহারগুলি হল কৃষিকাজ, বসতিবিস্তার, অরণ্যে কাঠ ও অন্যান্য বনজ দ্রব্য সংগ্রহ, তৃণাঞ্চলে পশুপালন, খনি অঞ্চলে খনিজ উত্তোলন, উপযুক্ত ক্ষেত্রে শিল্পাঞ্চল সৃষ্টি এবং এই সকলের জন্য পরিবহন পথ গড়ে তোলা ইত্যাদি।


১.কৃষিকার্য (Agriculture) :

 ভূমির সর্বাধিক ও সর্বব্যাপক ব্যবহার দেখা যায় কৃষিকাজে। পৃথিবীর সমতল ভূমির অধিকাংশে, এমনকি পর্বত ও মালভূমির স্বল্প ঢাল বিশিষ্ট অঞ্চলে ধাপ কেটে কৃষিকার্য দেখা যায়। ভারত ও বাংলাদেশে মোট ভূমিভাগের যথাক্রমে ৫৬ ও ৬৬ শতাংশ কৃষিকার্যে নিযুক্ত। তবে বিশ্বের মোট ভূমিভাগের মাত্র ১০ শতাংশে কৃষিকাজ হয়। এর কারণ সামগ্রিকভাবে বিশ্বে কর্ষণযোগ্য ভূমির অভাব। মরুভূমি, মেরুপ্রদেশ কৃষিকাজের অনুপযুক্ত। নিরক্ষীয় ও অন্যান্য বনাঞ্চলের সুরক্ষা পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজনীয়। কৃষিভূমির সীমাবদ্ধতার অন্যতম কারণ এগুলি।


২. বসতিবিস্তার (Growth of Settlement) : 

জনসংখ্যার বৃদ্ধির ফলে বসতিবিস্তার একটি স্বাভাবিক ঘটনা। কৃষিকাজের পরেই মনুষ্যসৃষ্ট ভূমির ব্যবহার হল বসতি অঞ্চল সৃষ্টি। গ্রামীণ বসতি বিস্তার, নগরায়ন ও পৌরায়নে ভূমির এক উল্লেখযোগ্য অংশ ব্যবহৃত হয়। জনসংখ্যার অপরিকল্পিত বৃদ্ধির দরুন যত্রতত্র বসতিবিস্তার ঘটে, অরণ্য ও তৃণভূমি সংকুচিত হয়ে বাস্তুতন্ত্রে বিঘ্ন ঘটে। বসতিবিস্তার সুপরিকল্পনা মাফিক হওয়া প্রয়োজন।


৩. অরণ্যের ব্যবহার অঞ্চল ( Forestry Region) : 

কাঠের প্রয়োজনে বনভূমির ব্যবহার সব দেশেই গুরুত্বপু র্ণ। এছাড়া অন্যান্য বনজদ্রব্যের ব্যবহারও আছে। তবে অধিকাংশ দেশেই অরণ্যের ব্যবহারের নামে বিস্তীর্ণ অঞ্চলের অরণ্য ধ্বংস করে ফেলা হয়েছে। এতে পরিবেশে প্রতিকুল প্রভাব পড়তে বাধ্য।

৪. তৃণাঞ্চলে পশুপালন ( Animal husbandry in grasslands) :

 জনবিরল দেশগুলিতে বিস্তীর্ণ অঞ্চ তৃণভূমি হিসেবে পশুপালনের জন্য ব্যবহৃত হয়। আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় পশুপালনের জন্য বিস্তীর্ণ তৃণাঞ্চলের ব্যবহার দেখা যায়। ভারতে খাদ্যের প্রয়োজনে কৃষিজমির চাহিদা বেশি বলে তৃণভূমি মোট ভূমিভাগের মাত্র ৪ শতাংশ। এরূপ অঞ্চলে জমির তুলনায় পশুর সংখ্যা বেশি হলে তৃণভূমি ক্ষতিগ্রস্ত হয়। এজন্য পতিত জমিগুলোতে তৃণ সৃজনের ব্যবস্থা করে পশুপালনের সুবিধা করে দেওয়া প্রয়োজন।


৫. খনির কাজে ভূমির ব্যবহার (Land use for mining)

 কোনো অঞ্চলে খনিজৰা আবিষ্কৃত হলে খনিজ উত্তোলনের জন্য বিস্তীর্ণ জমিতে খনিসংক্রান্ত কার্যকলাপ গড়ে ওঠে। ভারতে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, কানাডার শিশু অঞ্চলে, যুক্তরাষ্ট্রের আপালেশিয়ান পার্বত্য অঞ্চল ও হ্রদ অঞ্চলে, রেজিলের মিনা গেরায়ে অঞ্চলে ব্যাপক এলাকা জুড়ে খনির কাজে ভূমির ব্যবহার দেখা যায়। তবে দীর্ঘদিন ব্যবহারে খনি নিঃশেষিত হলে খনি পরিত্যক্ত হয়। যেমন ব্রিটেনের অনেক কয়লাখনি, ভারতের বিহারে অনেকগুলি অস্ত্রখনি ইত্যাদি।


খনি অঞ্চলের বর্জ্যে জল ও খনিজ চূর্ণ বা ধূলো পরিবেশের দূষণ ঘটায়। অরণ্যহানি ঘটে। এসকল বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত।


৬. শিল্পাঞ্চলের ভূমির ব্যবহার (Land use in industrial region) : 

শিল্পায়নের স্বার্থে বিস্তীর্ণ এলাকায় শিল্পকারখানা, শ্রমিক বসতি এবং বিভিন্ন পরিকাঠামোগত ব্যবস্থা গড়ে তোলা হয়। পৃথিবীর সর্বত্র যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানী, জাপান, এমনকি চীন ও ভারতে শিল্পের প্রয়োজনে ভূমির ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে শিল্পাঞ্চলগুলি অধিকাংশ ক্ষেত্রেই কৃষিযোগ্য জমি বা বসতযোগ্য জমি সংকুচিত করে গড়ে উঠেছে।


শিল্পাঞ্চলের ধোঁয়া ও বর্জ্য জল পরিবেশদূষণজনিত সমস্যার সৃষ্টিকরে। এজন্য পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা জরুরী।


৭. পরিবহন পথ নির্মাণে ভূমির ব্যবহার (Land use for construction of transport routes) :

 বিশ্বের সকল প্রকার অর্থনৈতিক কাজকর্মের মেরুদণ্ড পরিবহনপথ। সাধারণ সড়ক ও রাজপথ ও রেলপথ নির্মাণে পৃথিবীর স্থলভাগের এক উল্লেখযোগ্য অংশ ব্যবহৃত হয়। পৃথিবীর সব দেশেই পরিবহন পথ নির্মাণে ভূমির ব্যবহার বিশেষ গুরুত্ব পায়। ভারতে সড়ক পথের মোট দৈর্ঘ্য প্রায় ২১ কিলোমিটার এবং রেলপথের দৈর্ঘ্য ৬২, ৬৬০ কিলোমিটার।


পরিবহন ব্যবস্থায় জীবাশ্ম জ্বালানির দহন কমাতে না পারলে তা পরিবেশের ক্ষতি করবেই। পরিবহনের সুযোগ দুর্গম অঞ্চলেও সম্পদ সংগ্রহের সুযোগ সৃষ্টি করায় উক্ত অঞ্চলগুলির পরিবেশ মানুষের হস্তক্ষেপে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবিষয়ে এখুনি সতর্ক হওয়া প্রয়োজন।

Middle post ad 01