শক্তির স্থানান্তর (Energy Transfer)
আবহাওয়া ও জলবায়ুবিদ্যার আলোচনায় যে শক্তিটি প্রাধান্য লাভ করে তা হল সৌরশক্তি। পৃথিবীর বায়ুমণ্ডলে এই সৌরশক্তির রূপান্তরই জলবায়ুবিদ্যার মূল আলোচ্য বিষয়। শক্তির রূপান্তর দুটি সুত্র মেনে চলে। একেই তাপ গতিবিদ্যার নীতি (Law of Thermodynamics) বলে।
* 1st Law :
শক্তির নিত্যতাসুত্র (Law of Conservation of Energy) : শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। শক্তি কেবল এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। বিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়।
* 2nd Law :
শক্তির এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরের সময় কিছুটা শক্তি নষ্ট হয় ।
আমরা জানি, বায়ু অগণিত গ্যাসের অণু-পরমাণুর (molecules & atoms) মিশ্রণ। যদি এই মিশ্রণ দেখা যেত তাহলে অণু-পরমাণুগুলি বিভিন্ন দিকে প্রবাহিত হতে, ঘুরতে ও সংঘর্ষে লিপ্ত হতে লক্ষ করা যেত। ভূপৃষ্ঠের কাছে প্রতিটি অণুই একে অপরের সঙ্গে সংঘর্ষের পূর্বে নিজ ব্যাসের তুলনায় একহাজার গুণ দূরত্ব অতিক্রম করতে সক্ষম থাকে। আবার, প্রতিটি অণুর (molecule) গতিশক্তি ভিন্ন ভিন্ন।
এই অণু-পরমাণুর গড় গতির পরিমাপকই হল তাপমাত্রা (Temperature)। যে পরমাণুর গতি যত বেশি তার তাপ উৎপাদন ক্ষমতাও ততোধিক। তাপমাত্রা পরিমাপ করা হয় সেলসিয়াস (°C), ফারেনহাইট (°F) ও কেলভিন (K) স্কেল দ্বারা।