welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

তাপের পরিবহণ (Conduction of heat)

একটি ধাতব রডের একটি পার্শ্বকে উত্তপ্ত করা হলে তার বিপরীত পার্শ্বটিও ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে এবং ধীরেধীরে পুরো ধাতব রডটি উত্তপ্ত হয়ে পড়ে.....

 তাপের পরিবহণ (Conduction of heat) 


একটি ধাতব রডের একটি পার্শ্বকে উত্তপ্ত করা হলে তার বিপরীত পার্শ্বটিও ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে এবং ধীরেধীরে পুরো ধাতব রডটি উত্তপ্ত হয়ে পড়ে। রডের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে উত্তাপ ছড়িয়ে পড়ার প্রক্রিয়াই হল পরিবহণ প্রক্রিয়া (চিত্র )। 

সুতরাং পরিবহণ প্রক্রিয়া তাপ সঞ্চালনের এমন একটি প্রক্রিয়া যেখানে পদার্থের উত্তপ্ত অণুগুলিই তার সংলগ্ন অণুগুলিতে তাপের সঞ্চালন ঘটায়। মূলত পদার্থের অণুগুলি তাপশক্তি গ্রহণ করে দ্রুত আন্দোলিত হয়। এই অণুগুলিই আবার নিকটবর্তী অণুগুলিকে আন্দোলিত করে। এভাবে ধীরে ধীরে সমগ্র পদার্থেই তাপের সঞ্চালন ঘটে। ঠিক একইরকমভাবে, দুটি অসম উষ্ণতা যুক্ত পদার্থের মধ্যে পরিবহণ প্রক্রিয়ায় অধিক উত্তপ্ত পদার্থ থেকে কম উত্তপ্ত পদার্থের দিকে তাপ সঞ্চালিত হয়। এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ না দুটি বস্তুর উয়তা সমান হয়।

                           পরিবহণ প্রক্রিয়া


পরিবহণ প্রক্রিয়ায় তাপের সঞ্চলন পদার্থের আণবিক গঠনের পারস্পরিক সঙ্ঘবদ্ধতার ওপর নির্ভর করে। পদার্থের আণবিক বন্ধন যত দৃঢ় হবে তাপ পরিবহণে সেটি তত সক্ষম হবে। ধাতব পদার্থের অণুগুলির পারস্পরিক আণবিক বন্ধন সুদৃঢ় হওয়ায় এগুলি তাপ পরিবহণে উত্তম। এই কারণেই বায়ু তাপ পরিবহণে সক্ষম নয়। বায়ু গ্যাসীয় পদার্থ হওয়ায় এর অণুগুলি বিচ্ছিন্ন অবস্থায় থাকে। ফলে উত্তমরূপে তাপ সঞ্চালিত হয় না। তাই পরিবহণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল খুবই কম উত্তপ্ত হয়। Table -এর মাধ্যমে বিভিন্ন বস্তুর তাপ পরিবাহিতার পরিমাণ উল্লেখ করা হল-

Middle post ad 01