শিস্ট (SCHIST)
• উৎপত্তি
অত্যধিক ও প্রচণ্ড চাপ শিলাকে শিস্ট (schist) পরিণত করে।
• বৈশিষ্ট্য
অনেকগুলি পাতা একসঙ্গে চাপ দিয়ে লাগানো থাকলে যেমন দেখায়, শিস্ট সেই রকম দেখতে হয়। পাতায় পাতায় সংঘবদ্ধ অবস্থাকে পরায়ন (foliation) বলে। এই পরায়ণ শিস্টের প্রধান বৈশিষ্ট্য। অভ্র, ক্লোরাইট প্রভৃতি খনিজ
অভাবিক চাপে মিস্ট-এ (পত্রাকারে) পরিণত হয়। যে খনিজ যে শিস্ট-এ বেশি পরিমাণে পরাকারে পরিণত হয়, তার নামানুসারে শিস্ট-এর নামকরণ হয়। যেমন- [1] অস্ত্ৰ বা নাইকা পত্রাকারে (বেশি থাকলে মাইকা শিস্ট (mica schist), (ii] হর্নব্রেন্ড বেশি থাকলে হর্ণাব্রন্ড শিস্ট (hornblend schist) এবং (ii) ক্লোরাইট বেশি থাকলে ক্লোরাইট স্টি (chiorite schist) প্রভৃতি। সিস্ট কঠিন নয়, ভার, একটু চাপ দিলে পাওয়া পাতা খুলে যায় এভঙ্গে গুঁড়ো হয়ে পড়ে।
শন্যস্তকরণের উপায়
1 গঠন: কোয়ার্টজ, ফেলসপার ও অস্ত্র দ্বারা গঠিত
2 আকৃতি: সূক্ষ্ম ভাঁজযুক্ত এবং কেলাসিত
3 বর্ণ : উজ্জ্বল সাদা।
4 গ্রখন : মাঝারি দানাযুক্ত।
৫ সম্ভেদ সদে তল অতি স্পষ্ট ও পরায়ন যুক্ত।
6 বিশেষ বৈশিষ্ট্য: প্রচুর পরিমাণে অভ্র থাকে।