welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

সড়ক ঘনত্ব (Road Density)

সড়ক পথ হল পরিবহনের মাধ্যমগুলির অন্যতম। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে বিভিন্ন ধরনের সড়কপথ লাল রং ও বিভিন্ন প্রতীক চিহ্নের সাহায্যে দেখানো থাকে।

 

ধারণা (concept)


সড়ক পথ হল পরিবহনের মাধ্যমগুলির অন্যতম। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে বিভিন্ন ধরনের সড়কপথ লাল রং ও বিভিন্ন প্রতীক চিহ্নের সাহায্যে দেখানো থাকে।

সড়ক ঘনত্ব বা রাস্তার ঘনত্ব (road density) বলতে কোনো বিশেষ অঞ্চলের উপর দিয়ে বিভিন্ন প্রকার সড়কপথ যেমন— পাকা সড়কপথ (জাতীয় সড়ক নম্বরসহ, রাজ্য সড়ক ইত্যাদি), কাঁচা সড়কপথ, পায়ে চলা পথ, ভারবাহী পশু চলার পথ প্রভৃতির মোট দৈর্ঘ্যের পরিমাপকে বোঝায়। প্রতি বর্গ একককে এই রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে তার অনুপাতই হল রাস্তার ঘনত্ব বা সড়ক ঘনত্ব। সড়ক ঘনত্ব (road density) নির্ণয় করার সূত্র হল -


Road Density = total length of road /area of the region


সড়ক ঘনত্বের সংজ্ঞা (definition of road density)


কোনো নির্দিষ্ট অঞ্চলের মধ্য দিয়ে বিভিন্ন প্রকার রাস্তার মোট দৈর্ঘ্যের পরিমাণকে ওই অঞ্চলের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে প্রাপ্ত মানকে সড়ক ঘনত্ব বলে। অর্থাৎ‍ প্রতি বর্গ একককে এই রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে তার অনুপাতই হল সড়ক ঘনত্ব বা রাস্তার ঘনত্ব (road density) বলে।


সড়ক ঘনত্বের গুরুত্ব(importance of road density)


কোনো অঞ্চলের সড়ক পথের ঘনত্ব বেশি হলে উক্ত অঞ্চলটি সমভূমি তথা উন্নত পরিবহন মাধ্যমকে নির্দেশ করে অর্থাৎ অঞ্চলটি কৃষি ও শিল্পে উন্নত হওয়ায় ঘন জনবসতি, বাণিজ্য, সম্পদ সংগ্রহে সড়ক পথের অবদান অনস্বীকার্য।


 

ভূবৈচিত্র্যসূচক মানচিত্র হইতে গ্রিড ভিত্তিক সড়ক ঘনত্ব নির্ণয় পদ্ধতি (method of determination of grid-wise road density from  topographical map)


সড়ক ঘনত্ব নির্ণয়ের জন্য ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেৱে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করা হয়। 

যথা -


ধাপ-1 : ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের স্কেল 1:50,000 (1 cm to 500m) হলে প্রথম পর্যায়ে মানচিত্রের নির্বাচিত (10 সেমি × 12 সেমি) অংশটিকে 2 সেমি × 2 সেমি ছোটো গ্রিডে (মোট 30 টি গ্রিড) অর্থাৎ একবর্গ কিমি অনুযায়ী ভাগ করে গ্রিডগুলিকে স্তম্ভ ও সারি (column & row) অনুযায়ী সংখ্যা ও ইংরেজি অক্ষর এর সাহায্যে চিহ্নিত করা হল।


ধাপ- 2 : প্রতিটি গ্রিডের সড়কপথের দৈর্ঘ্য পরিমাপ (স্কেলে অনুসারে কিমিতে রূপান্তরিত করো) করে গ্রিডের ক্ষেত্রফল (1 sq. km) দিয়ে ভাগ করে প্রতিটি গ্রিডের জন্য প্রাপ্ত সড়ক ঘনত্ব সারণির মধ্যে নথিভুক্ত করা হল।


অতএব, উক্ত পদ্ধতিতে Survey of India কর্তৃক প্রকাশিত 1:50,000 স্কেলের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের (73J/9) ওপর (10cm x 12 cm) চিহ্নিত এলাকার গ্রিডভিত্তিক সড়ক ঘনত্ব নির্ণয় করা হলো।

Middle post ad 01