শ্রেণিবিভাগের ভিত্তি (Basis of classification)
(A) চাহিদা, সরবরাহ, বাজার ও
উৎপাদন অনুসারে (According to Demand, Supply, Market & Production)
উদাহরণ (Example) U.S.A. ও কানাডার গম চাষ।
3. বাগিচা কৃষিকাজ (Plantation farming)
উদাহরণ (Example)• দক্ষিণ-পূর্ব এশিয়ার চা, রবার চাষ।
4. মিশ্র কৃষিকাজ (Mixed farming)
উদাহরণ (Example) ডেনমার্কের কৃষিকাজ।
(B) জমির জোগান ও জনসংখ্যাগত তারতম্য অনুসারে (According to availability of land and population)
1. নিবিড় / প্রগাঢ় কৃষিকাজ (Intensive farming)
উদাহরণ (Example) মৌসুমি জলবায়ুর প্রধান কৃষিরূপে ধান চাষ।
(2. ব্যাপক কৃষিকাজ (Extensive farming)
উদাহরণ (Example) U.S.A.-এর গম চাষ।
(C) ঋতু অনুসারে (According to season )
1. রবি শস্য চাষ (Rabi Crop Production)
উদাহরণ (Example) ভারতের শীতকালীন গম, সরষে, ডাল চাষ।
2. খারিফ শসা চাষ (Kharif Crop Produc-tion)
উদাহরণ (Example) ভারতের বর্ষাকালীন আমন ধানের চাষ।
(D) আর্দ্রতার তারতম্য অনুসারে (According to Difference of hu -midity)
1. শুষ্ক কৃষি (Dry farming)
উদাহরণ (Example) রাজস্থানের মিলেট চাষ।
2. আর্দ্র কৃষি (Wet farming)
উদাহরণ (Example) বাংলাদেশের ধান চাষ।
3. সেচন কৃষি (Irrigation farming)
উদাহরণ (Example) মিশরের কার্পাস চাষ।