সংজ্ঞা (definition):
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বিভিন্ন প্রাকৃতিক উপাদানগুলির মধ্যে বা প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশক সুসংহত চিত্রকে ট্রানজেক্ট চার্ট বলে।
গুরুত্ব (importance):
1 বিভিন্ন প্রাকৃতিক উপাদানগুলির মধ্যে বা সাংস্কৃতিক উপাদানগুলির মধ্যে বা প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলির মধ্যেকার নিবিড় সম্পর্ক ট্রানজেক্ট চার্ট থেকে নির্ণয় করা হয়।
2 উন্নয়ন পরিকল্পনা গ্রহণে এর ভূমিকা অপরিসীম।
• অঙ্কন পদ্ধতি (methods of construction):
Set-1 নির্দিষ্ট অক্ষাংশ ও দ্রাঘিমাংশ যুক্ত এক কিমি অর্থাৎ 2 সেমি ( 150,000 ) প্রশস্ত এমন একটি স্থান টোপোশিটে নির্বাচন করতে হবে যাতে সমস্ত ভূ প্রাকৃতিক অঞ্চল, নদ-নদী, উদ্ভিজ্জ, রেল এবং সড়কপথ ও জনবসতি থাকে বা নির্দিষ্ট উপাদানগুলি থাকে।
Set- 2 নির্বাচিত এলাকাটির মধ্যভাগ বারবর চার্টের সর্বনিম্নে ভূ-প্রকৃতির ঘরে (প্রথম ঘর) অঙ্কন করো বামপাশে উপযুক্ত উল্লম্ব স্কেল অনুসারে একটি প্রস্থচ্ছেদ (profile) অঙ্কন করো।
Set-3 নদনদীর ঘরে (দ্বিতীয় ঘর) বিভিন্ন নিত্যবহ ও অনিত্যবহ নদীগুলি লম্ব সরলরেখা এবং নীল রং দ্বারা আঁকো। একই সঙ্গে ওই প্রস্থচ্ছেদ রেখা বরাবর অবস্থিত জলাধার, খাল, পুকুর যথাস্থানে বসাও।
Set-4 উদ্ভিদের ঘরে (তৃতীয় ঘর) বনভূমি (সবুজ রং দ্বারা) গাছপালা, তৃণ, ঝোপঝাড় (প্রতীক চিহ্ন দ্বারা) চিহ্ণিত করো।
Set-5 পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ঘরে (চতুর্থ ঘর) প্রস্থচ্ছেদ রেখা বরাবর অবস্থিত সড়ক, রেল, রজ্জুপথ উপযুক্ত প্রতীক চিহ্ন ও রঙ সহ চিহ্ণিত করো।
Set-6 সবার উপর জনবসতির ঘরে (পঞ্চম ঘরে) লাল রং দ্বারা জনবসতির বন্টন দেখাও।
Set -7 সর্বশেষে, ট্রানজেক্ট চার্টটির তলায় মধ্যভাগে R. FI : 50,000 এবং দুই প্রান্তে প্রস্থচ্ছেদ রেখার নাম (A-B বা XY বা P Q ইত্যাদি) অক্ষাংশ ও দ্রাঘিমাংশ লিখতে হবে। স্কেলের নিচে ভূ-প্রকৃতি, নদী, জলাশয়, উদ্ভিদ, বনভূমি, পাকা সড়ক, রেলপথ, বিক্ষিপ্ত, গোষ্ঠীবদ্ধ জনবসতির সূচক (index) ঘর করতে হয়। চিত্রটির চারপাশে সরু ও মোটা কালো রেখার সীমানা দিয়ে ট্রানজেক্ট চাট'— বিভিন্ন প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয় সমূহের সম্পর্ক প্রদর্শন' শিরোনাম ও উপোশিট নম্বর লিখতে হয়।