welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

সরল স্তম্ভ-চিত্র (simple bar diagram)

একটি মাত্র উপাদানের পরিমাণ বোঝাতে একমাত্রিক স্তম্ভের আকারে যে চিত্র অঙ্কিত হয় তাকে সহজ বা সরল স্তম্ভ-চিত্র (simple bar-graph) বলে।

 সংজ্ঞা (definition):


একটি মাত্র উপাদানের পরিমাণ বোঝাতে একমাত্রিক স্তম্ভের আকারে যে চিত্র অঙ্কিত হয় তাকে সহজ বা সরল স্তম্ভ-চিত্র (simple bar-graph) বলে।



বৈশিষ্ট্য (characteristics):


1 এটি একটি একমাত্রিক চিত্র।


2 একে উল্লম্ব বা অনুভূমিকভাবে আঁকা যায়।


3 স্তম্ভের দৈর্ঘ্য উপাদানের পরিমাণের সমানুপাতিক হয়।


4 সরল বার-গ্রাফ বা সরল স্তম্ভ লেখচিত্র অঙ্কন করা খুবই সহজ এবং এতে গণনার জটিলতা বিশেষ কিছু নেই


5 প্রতিটি স্তস্ত একই ব্রব্য বা বস্তুকে নির্দেশ করে থাকে। © কেবল প্রতিটি স্তম্ভের দৈর্ঘ্য সমগ্র লেখচিত্রটি যে স্কেল সেই অনুসারে নির্দিষ্ট হয়।।


6 লেখচিত্রের স্কেলটি নির্দিষ্ট হয় পরিসংখ্যানের পরিমাণ ও ব্যাপ্তি (range) এবং যে কাগজে অঙ্কন করা হবে তার দৈর্ঘ্যের ওপর। যেমন -

[al পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার জনসংখ্যা।

[b] ভারতের বিভিন্ন আদমসুমারির জনসংখ্যা সরল স্তন্তচিত্রে দেখানো যায়। | 

সুবিধা (merit) বা উপযোগিতা (utility):


1 প্রতিটি স্তম্ভের অনুভূমিক বিস্তার একই থাকে এবং কেবলমাত্র ভিন্ন ভিন্ন উচ্চতার হয়। তাই খুব সহজেই।  উপাদানের মধ্যে তুলনামূলক আলোচনা করা যায়। এবং উপাদানগুলির হ্রাস-বৃদ্ধির গতিপ্রকৃতিও জানা যায়। 

2 এরূপ স্তম্ভ-চিত্রের গণনা ও অঙ্কন প্রণালী খুবই সহজ।


 অসুবিধা (demerit):


1 এরূপ স্তম্ভ-চিত্র রাশিতথ্যের কেবলমাত্র একটি উপাদানকে প্রদর্শন করতে পারে। কিন্তু অন্যান্য উপাদানকে উপস্থাপন করতে পারে না। ফলে বিভিন্ন বিষয়কে জানা যায় না।


অঙ্কন পদ্ধতি (methods of construction):


সরল স্তম্ভ লেখচিত্রের অঙ্কন পদ্ধতিগুলি হল—

 1 বিষয়টির পরিসংখ্যান ভিত্তিতে স্তম্ভগুলির স্কেল অনুসারে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে।


2 ছক কাগজে বা সাদা কাগজে 'X' অক্ষ বরাবর সরলরেখা অঙ্কন করে ওই রেখা বরাবর নির্দিষ্ট ব্যবধানে স্তম্ভগুলির একই পরিসরের ভূমি চিহ্নিত করতে হবে।


3 ভূমি থেকে ('X' অক্ষ থেকে) পরিসংখ্যানের মাত্রাগুলি চিহ্নিত করতে হবে।


4 ভূমি থেকে প্রত্যেকটি স্তম্ভের 'y' অক্ষে উচ্চতা বা দৈৰ্ঘ্য চিহ্নিত করে ওই সীমা পর্যন্ত এক-একটি স্তম্ভ নির্দিষ্ট ফাকে পূর্বে চিহ্নিত ভূমির উপর অঙ্কন করতে হবে।


5 অঙ্কনের পর লেখচিত্রে যথাযথ শিরোনাম লিখতে হবে এবং স্কেল উল্লেখ করতে হবে।

Example

Using the data given in the table below draw a bar-graph to show the total population of Medinipur Town wards in 2001 and interpret the Prepared map.

Solution:

সূত্র:   স্তম্ভের উচ্চতা = মোট উপাদানের পরিমাণ 1 একক স্কেলে নির্দেশিত উপাদানের পরিমাণ

1 ইঞ্চিতে 6500 জনসংখ্যা ধরে, Ward No. 1 এর জন্য স্তম্ভের উচ্চতা = 6844 × 1 ইঞ্চি/ 6500 - = 1.05 ইঞ্চি

  WORKSHEET FOR SIMPLE BAR-GRAPH





INTERPRET THE SIMPLE BAR-GRAPH:


উপরোক্ত অনুযায়ী প্রদত্ত মানচিত্রে সমগ্র শহরের 21টি ওয়ার্ডে 2001 সালের মোট জনসংখ্যার বন্টন। সরল স্বন্দ্ব লেখচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী উক্ত শহরের সর্বোচ্চ জনসংখ্যা 14012 যা 4 নং ওয়ার্ডে দৃশ্যমান এবং সর্বনিম্ন জনসংখ্যা যা 17 নং ওয়ার্ডে। দৃশ্যমান। এছাড়া অন্যান্য ওয়ার্ডে জনসংখ্যা মধ্যম মানুষ ও এক্ষেত্রে উল্লম্ব স্কেল 1 ইঞ্চি = 6500 জনগণ উপযুক্ত হয়ে। বিবেচিত হওয়ার জন্য উক্ত স্কেল অনুযায়ী প্রতিটি ওয়ার্ডের মোট জনসংখ্যার জন্য পৃথক-পৃথক বার গ্রাফ প্রদর্শিত কর হয়েছে।

Middle post ad 01