ধারণা (concept)
ভৌগোলিক পরিবেশের অন্যতম উপাদান প্রাকৃতিক পরিবেশ, আর এই পরিবেশের অন্যতম উপাদান আবহাওয়া ও জলবায়ু। আবার আবহাওয়া ও জলবায়ুর অন্যতম উপাদান বৃষ্টিপাত অর্থাৎ এই আবহাওয়া ও জলবায়ু বৃষ্টিপাতের দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়। বৃষ্টিপাতের পরিমাণ ও বন্টনের ওপর স্বাভাবিক বনভূমির প্রকৃতি, মৃত্তিকার গুণাগুণ, কৃষি পদ্ধতি, জনবসতির ধরণ প্রভৃতি নির্ভরশীল।
বৃষ্টিপাতের পরিমাণ (amount ) গঢ় (intensity) ধারাবাহিকতা (consistency) স্থায়িত্ব (duration) বন্টন (distribution) ইত্যাদির বৃষ্টিপাতের প্রভাব অনেক ধরনের সংখ্যাগত বিশ্লেষণের (সংখ্যাগত পরিমাপ) দ্বারা নির্ণয় করা হয়। তবে এদের মধ্যে বৃষ্টিপাত প্রক্ষেপ চিত্র (rainfall dispersion diagram) খুবই উল্লেখযোগ্য, কারণ এই চিত্র খুব সহজে আঁকা যায় এবং সেই সঙ্গে চিত্রের ব্যবহারিক গুরুত্বও সহজে বোঝা যায়। কোনও এক বা একাধিক অঞ্চলের বিভিন্ন বছরের (প্রায় 30-32 বছর) মাসিক বৃষ্টিপাতের বন্টনের পরিবর্তনশীলতা বা স্থিতিশীলতা বিশ্লেষণের জন্য ভৌগোলিকরা এই চিত্র অধিক মাত্রায় ব্যবহার করে থাকেন।
সংঘা (definition):
1 বৃষ্টিপাতের পরিমাণ, স্থায়িত্ব, ধারাবাহিকতা, বণ্টন, প্রভাব প্রভৃতি সম্পর্কিত চিত্র হল বৃষ্টিপাত প্রক্ষেপ চিত্র (rainfall dispersion diagram) |
2 বৃষ্টিপাত প্রক্ষেণ চিত্র হল মধ্যমান (median) থেকে ঊর্ধ্ব চতুর্থঞ্চ 'Q,' এবং নিম্ন চতুর্থক 'Q' মানের প্রসারের এক লৈখিক উপস্থাপনা।
নীতি (principle):
1 বৃষ্টিপাত প্রক্ষেপ চিত্র ( rainfall dispersion diagram) চতুৰ্থক বিচ্যুতি (quartile deviation) নির্ণয়ের নীতির ওপর প্রতিষ্ঠিত লৈখিক (graphical) উপস্থাপন।
2 বিচ্ছিন্ন চলরাশির মানগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে চতুর্থক মান নির্ণয়।
3 বৃষ্টিপাত সম্পর্কিত বৃষ্টিপাত প্রক্ষেপ চিত্রটি অঞ্চম ও গাণিতিক সূত্রের প্রয়োগের ক্ষেত্রে কমপক্ষে 30-32 বছরের মাসিক বৃষ্টিপাত সংক্রান্ত তথ্যের প্রয়োজন।
সূত্র (formula):
বৃষ্টিপাত প্রক্ষেপ চিত্রের জন্য চতুর্থকগুলির মান বিচ্ছিন্ন চলরাশি থেকে (ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে) নির্ণয় করতে হয়। নিম্নলিখিত সূত্রগুলি হল—
1 নিম্ন চতুর্থ (lower quartile or Q1)
= (N+1/4) তম সংখ্যার মান
2 মধ্যমা (median or Q2)
= N+1/2 তম সংখ্যার মান
3 ঊর্ধ্ব চতুর্থক (upper quartile or Q)
= 3 (N +1/4 ) তম সংখ্যার
4 চতুর্থক বিচ্যুতির সহগ (co-efficient of quartile deviation of C.Q.D)
= Q³- Q¹/Q³+Q¹
এখানে,
N = number of observation,
Q¹, = lower quartile,
Q², = middle quartile or median
Q³, = upper quartile
নিম্ন চতুর্থক (lower quartile-Q¹)
1 Q₁ = N+1 /4 তম অবস্থানে রাশির মান (যখন N বিজোর সংখ্যা)
2 Q¹=N\4 তম এবং N+1 /4 তম অবস্থানে রাশির গড় মান
(যখন N জোড়া সংখা)
3 Q¹=N\4তম এবং N+1/4 তম অবস্থানে রাশি পূর্ণ সংখ্যা না হলে, সূত্র= নিম্নপূর্ণমান + (উচ্চপূর্ণমান- নিম্ন পূর্ণমান) : দশমিকের পরের সংখ্যা।
প্রয়োগ (application) বা ব্যবহার (uses) বা গুরুত্ব (importan)
1 এই চিত্রটি মধ্যমার (median) পরিপ্রেক্ষিতে চতুর্থক (quartiles) মানগুলির প্রসার বৃষ্টিপাতের পরিবর্তনশীলতা বা স্থিতিশীলতা নির্ণয়ে এটি ব্যবহৃত হয়
2 বৃষ্টিপাতের পরিবর্তনশীলতার মাত্রা বিশ্লেষণে কৃষি বিজ্ঞানীরা খরা, বন্যার হাত থেকে কৃষিক্ষেত্রকে বাঁচানোর জন্য পরিকল্পনা গ্রহণে এই চিত্র ব্যবহার করে
3 কৃষিক্ষেত্রে জলের সরবরাহ বজায় রাখতে এই চিত্রের ব্যবহার কৃষি বিজ্ঞানীরা করে থাকে
4 বৃষ্টিপাতের স্থায়িত্বের ওপর নির্ভর করে বিভিন্ন কৃষিপ্রণালী ব্যবস্থা নির্বাচন করার ক্ষেত্রে কৃষি বিজ্ঞানীরা এই চিত্র ব্যবহার করে
5 আবহাওয়া অফিসগুলোতে বৃষ্টিপাতের তারতম্য প্রকাশ করার ক্ষেত্রে এই চিত্রের সাহায্য নিয়ে থাকে।
অঙ্কন পদ্ধতি (method of constructio
ধাপ- 1
প্রথমে কোনও স্থানের বিভিন্ন বছরের বৃষ্টিপাতের পরিমাণকে অথবা বিভিন্ন বছরের মাসিক বৃষ্টিপাতের পরিমাণকে উর্ধ্বক্রমে সাজানো।
ধাপ- 2
সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণগুলোকে একটি অনুভূমিক রেখার (X-অক্ষ বরাবর মাস বা স্টেশন) ওপর সমান প্রস্থ এবং উল্লম্ব রেখার (V-অক্ষ বরাবর বৃষ্টিপাতের পরিমাণ) ওপর একটি নির্দিষ্ট স্কেলে একাধিক স্তম্ভ (bar) আঁকতে হবে।
ধাপ- 3
স্তম্ভের মাঝবরাবর উল্লম্বভাবে সমান আকৃতির বিন্দু(dot) বসাতে হবে। এক-একটি বিন্দু এক এক বছরের মাসিক বৃষ্টিপাতকে নির্দেশ করে (বিভিন্ন স্তম্ভগুলোর মধ্যে অন্যান্য বছরের বৃষ্টিপাতগুলো উল্লম্বরেখার ঐ একই স্কেলে এক একটি বিন্দু (dot) স্থাপন হবে)। প্রতিটি স্তম্ভে প্রতি বৃষ্টিপাত বছরের জন্য একটি করে বিন্দু (dot) স্থাপন হবে। যদি দেখা যায়, কোনও একটি মাসে একাধিক বছরে সমান পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তাহলে ওই বছরগুলির জন্য বিন্দুগুলিকে স্তম্ভের মাঝ বরাবর (উল্লম্ব স্কেল অনুসারে) স্থাপিত বিন্দুর ডান ও বাঁ দিকে অনুভূমিকভাবে বসাতে হবে।
ধাপ-4
প্রতিটি স্থানের বা প্রতিমাসের বৃষ্টিপাতের পরিমাণ (প্রতিটিস্তম্ভের জন্য) থেকে first quartile 'Q' বা lower quartile, second quartile (Q,) বা median third quartile (Q3) upper quartile-এর মান নির্ণয় এবং এই মান দিয়ে শুম্ভ গুলিকে ওপর নিচে চার ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলির মধ্যবর্তী দূরত্বই চতুর্থক অন্তবর্তী প্রসার (interquartile range) নির্দেশ করে।
ধাপ- 5
প্রতিটি স্তম্ভের এই পৃথক ভাগগুলোকে পৃথক পৃথক রং বা শেডের সাহায্যে দেখানো হয় যা বৃষ্টিপাত প্রক্ষেপ চিত্রকে উপস্থাপিত করে।
ধাপ- 6
পরিশেষে ছবির শিরোনাম নির্দেশক, লেভেল, স্কেল প্রভৃতি উল্লেখ করলে চিত্রটি অঙ্কন সম্পন্ন হয়।
Example
Draw a rainfall dispersion diagram of Raipur from monthly rainfall (mm) data of 32 years given below and interpret it.
Months
সমাধান (solution):
1প্রদত্ত রাশিতথ্যকে সারণিতে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানো,
2 মধ্যমা Q²
3 © নিম্ন চতুর্থক Q¹
4 ঊর্ধ্ব চতুর্থক Q³ এবং
5 চতুর্থক বিচ্যুতি সহগ (C.Q.D.co-efficient ofquartiledeviation) নির্ণয় করা হল।
Months
Calculation for rainfall dispersion diagram
দ্রষ্টব্য। নিচে কেবল মাত্র January মাসের Q¹ Q² Q³ এবং C. Q.D নির্ণয় কীভাবে হইবে তা সূত্র সহ পদ্ধতি দেখানো হয়েছে বাকী মাসগুলির জন্য একই সূত্র ও পদ্ধতি অনুযায়ী Q¹Q²Q³,এবং COD নির্ণয় হইবে।RAINFALL DISPERSION DIAGRAM OF RAIPUR (1978-2009)
INTERPRETATION OF RAINFALL DISPERSION DIAGRAM:
অঙ্কিত রাইপুর জেলার 32 বছরের (1978-2009) বৃষ্টিপাত প্রক্ষেপ চিত্র থেকে বৃষ্টিপাতের বন্টন ও স্থায়িত্বের সঙ্গে সঙ্গে এর পরিবর্তনশীলতা তথ্য নির্ভরযোগ্যতা সম্বন্ধে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় এই চিত্রে দেখা যাচ্ছে যে, রাইপুর অঞ্চলে অক্টোবর থেকে মে মাস পর্যন্ত অর্থাৎ বছরের আটমাস বৃষ্টিপাত খুবই পরিবর্তনশীল যার মাত্রা 0.60-এর বেশি। প্রাকশীত ঋতু থেকে গ্রীষ্মকাল পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট কম এবং এর বন্টন ও অসম। কৃষিকাজের জন্য বছরের এই সময়ে বৃষ্টিপাতের ওপর বিশেষ নির্ভর করা যায় না। উপযুক্ত জলসেচ ব্যবস্থায় কৃষিকাজ করা দরকার। অপরদিকে, ভরা বর্ষার সময়ে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর-এই চার মাস বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি এবং সর্বত্র প্রায় সমানভাবে বন্টিত এবং পরিবর্তনশীলতার মাত্র 0.17 থেকে 0.46-এর মধ্যেই থাকে। তাই কৃষিকাজের জন্য এ সময়ে বৃষ্টিপাতের ওপর নির্ভর করা যায়। সারাবছর ধরে কৃষিকাজ করতে হলে বছরের সাত-আট মাস সময়ের জন্য কৃষি পরিকল্পনা গ্রহণ খুবই প্রয়োজনীয়