পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির বর্তমান গতিপ্রকৃতি (Present Trend of Population Growth of the World):
বর্তমান পৃথিবীর জনসংখ্যা 750 কোটিরও বেশি। তবে স্থান ও কালের সাপেক্ষে পৃথিবীর জনসংখ্যা নানাভাবে পরিবর্তন হয়েছে। পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতিকে তিনটি পর্যায়ে ভাগ করা যায়। যথা—
• (a) ঐতিহাসিক যুগ (খ্রিস্টপূর্ব 40 লক্ষ বছর পূর্বে সূচনা–শেষ 1 খ্রিস্টাব্দ) :
পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির অভিজ্ঞতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।
যেমন—
* খ্রিস্টপূর্ব 40 লক্ষ পূর্বে অস্ট্রালোপিথিকাস (এর অর্থ Southern Ape) আফ্রিকায় দেখা গেল। এরাই প্রথম দু-পায়ে হাঁটতে শিখেছিল। *খ্রিস্টপূর্ব 25-15 লক্ষ বছর পূর্বে হোমো হ্যাবিলিস (এর অর্থ Handy man) আফ্রিকায় দেখা গেল।
* খ্রিস্টপূর্ব 15 লক্ষ বছর পূর্বে হোমো ইরেকটাস (এর অর্থ Upright man) আফ্রিকায় দেখা গেল। এরাই প্রথম আফ্রিকার বাইরে অন্যান্য মহাদেশে অভিগমন করে।
* খ্রিস্টপূর্ব 1.20,000 বছর পূর্বে নিয়েন্ডারথাল মানব, যারা হোমো স্যাপিয়েন্স (এর অর্থ Wise man)-এর একটি উপশাখা আফ্রিকাসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে।
* খ্রিস্টপূর্ব 35,000 বছর পূর্বে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স (এর অর্থ Modern man) অস্ট্রেলিয়াসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। * খ্রিস্টপূর্ব 30,000 বছর পূর্বে নিয়েণ্ডারথাল মানবগোষ্ঠীর বিলোপ। আধুনিক মানবগোষ্ঠী এশিয়া ও ইউরোপে পূর্ণমাত্রায় জীবনযাত্রা শুরু করল।
* খ্রিস্টপূর্ব 8000 বছর পূর্বে পৃথিবীর জনসংখ্যা ছিল মাত্র ৪০ লক্ষ। এরপর মেসোপটেমিয়া (3500 খ্রি.পু), সিন্ধু সভ্যতা (2500 খ্রি.পু) প্রভৃতি বৃহৎ বৃহৎ সভ্যতার উন্মেষ হয় ও পৃথিবীর জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। এই সময় অধিকাংশ মানুষ পশুশিকার, খাদ্যসংগ্রহ, পশুপালন ও কৃষিকাজে নিয়োজিত ছিল। ফলে অর্থনৈতিক উন্নয়ন সেভাবে হয়নি।
(b) মধ্যযুগ (খ্রিস্টাব্দের সূচনা থেকে 1650 খ্রিস্টাব্দ) জিশু
খ্রিস্টের জন্মের সময় পৃথিবীর জনসংখ্যা 25 কোটি ছিল বলে মনে করা হয়। 1–1000 খ্রিস্টাব্দের মধ্যে ভারতীয় উপমহাদেশের জনসংখ্যা 1 কোটির আশপাশে ছিল বলে মনে করা হয়। এই সময় ভারতে গাঙ্গেয় সমভূমিতে সবচেয়ে বেশি মানুষ বসবাস করত। 1500 খ্রিস্টাব্দে পৃথিবীর জনসংখ্যা 50 কোটি অতিক্রম করে গিয়েছিল। 1300-1400 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপের ৪ কোটি মানুষের মধ্যে 2.5 কোটিরও বেশি মানুষ মারা যায়। পরবর্তীকালে পৃথিবীজুড়ে দাসপ্রথার বাণিজ্য ও কৃষি শিল্পের আধুনিকীকরণের ফলে নগরায়ণের সূত্রপাত ঘটে। 1650 খ্রিস্টাব্দে পৃথিবীর জনসংখ্যা অনুমান করা হয় 55 কোটি।
(c) আধুনিক যুগ (1650 খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল পর্যন্ত):
পৃথিবীর জনসংখ্যার প্রকৃত বৃদ্ধি শুরু হয় এই সময় থেকে। সারা পৃথিবীজুড়ে শস্যাবর্তন (Crop rotation), কৃষি প্রযুক্তির ব্যাপক উন্নয়ন, নগরায়ণ প্রভৃতি কারণে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। এই পর্যায়কে তিনটি উপবিভাগে ভাগ করা যায়। যথা -
1( ধীর বৃদ্ধি পর্যায় (1650 13.1850):
1650 খ্রিস্টাব্দেপৃথিবীর জনসংখ্যা 55 কোটি থেকে দ্বিগুণ বেড়ে 1850 খ্রিস্টাব্দে 110 কোটিতে পৌঁছায়। অর্থাৎ মাত্র 200 বছরেই জনসংখ্যা দ্বিগুণ হয়ে যায়। নানা বৈজ্ঞানিক আবিষ্কার (যেমন—1742 খ্রিস্টাব্দে বস্ত্রশিল্পের সূচনা, 1769 খ্রিস্টাব্দে স্টিম ইঞ্জিনের আবিষ্কার), ইউরোপে চিকিৎসাবিজ্ঞানের ব্যাপক উন্নতি, কৃষিবিপ্লব ও শিল্পবিপ্লবে উন্নতি পৃথিবীর জনসংখ্যা ব্যাপক বৃদ্ধি করতে সাহায্য করে।
2 দ্রুত বৃদ্ধি পর্যায় (1850 খ্রি.-1930 খ্রি.) :
1850-1930 খ্রিস্টাব্দের মধ্যে ৪০ বছরে জনসংখ্যা দ্বিগুণ হয় বিশেষত উত্তর ও দক্ষিণ আমেরিকাতে কৃষিবিপ্লব, শিল্পবিপ্লবের প্রভাবে ব্যাপক জনসংখ্যা বৃদ্ধি পায়। 1930 খ্রিস্টাব্দে পৃথিবীর জনসংখ্যা হয় 200 কোটি। এই সময় আফ্রিকা ও এশিয়া মহাদেশেও দ্রুত জনসংখ্যার বৃদ্ধি ঘটে। তবে ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের (1914–18) জন্য জনসংখ্যা বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলেছিল।
3 অতি দ্রুত বৃদ্ধি পর্যায় (1930 খ্রি.-2019 খ্রি.) :
সবুজবিপ্লব, শ্বেতবিপ্লব, নীলবিপ্লব, হলুদবিপ্লবসহ কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিসেবা ক্ষেত্রের বৃদ্ধি, চিকিৎসা ব্যবস্থার অভাবনীয় উন্নতির জন্য জনসংখ্যা দ্রুতগতিতে বাড়ে। 1930 থেকে 1975 খ্রিস্টাব্দ এই সময়কালে 45 বছরে পৃথিবীর জনসংখ্যা দ্বিগুণ বেড়ে হয় 400 কোটি। আবার 1975-2018 খ্রিস্টাব্দ পর্যন্ত 44 বছরে জনসংখ্যা আরও 340 কোটি বেড়ে হয় 740 কোটি। প্রকৃতপক্ষে 1930 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধিকে 'জনবিস্ফোরণ' বলা হয়। পৃথিবীর জনসংখ্যা এভাবে বাড়তে থাকলে 2030 খ্রিস্টাব্দ নাগাদ জনসংখ্যা পৌঁছাবে 800 কোটিতে এবং 2050 খ্রিস্টাব্দে জনসংখ্যা হবে 1000 কোটি। বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন—*5000 খ্রিস্টাব্দে পৃথিবীর যত জনসংখ্যা হবে, তখন 1 জন মানুষের জন্য । বর্গফুট জায়গা বরাদ্দ হবে। তখন পৃথিবীতে মানুষ কাঁধে কাঁধে হাত দিয়ে কোনোক্রমে দাঁড়াতে পারবে মাত্র?