সংজ্ঞা (definition):
কোনো উপাদানের মোট পরিমাণকে বিভিন্ন উপাংশে বিভক্ত করে যখন সমগ্রের মধ্যে উপাংশগুলিকে দেখানো হয় তখন তাকে যৌগিক স্তম্ভচিত্র (compound bar graph) বলে।
একই বার বা স্তম্ভে একাধিক উৎপাদন দেখানো হলে তাকে যৌগ/যৌগিক (compound) বা বিভক্ত (component) বা উপবিভক্ত (sub-divided) স্তম্ভচিত্র বলে।
● বৈশিষ্ট্য (characteristics):
1 এটি একটি একমাত্রিক চিত্র।
2 সমগ্রকে নানা অংশে বিভক্ত করে প্রদর্শন করা হয়।
3 সমগ্রের মধ্যে বিভিন্ন উপাদানের তুলনা করা যায়। উপাদানের বা চলকের মোট পরিমাণ বোঝাতে যৌগিক জন্তু আঁকা হয়
উদাহরণ (example):কোনো পৌর জনবসতির নিরিখে নারী ও পুরুষের সংখ্যা দেখানো যায়।
4 স্তম্ভ লেখচিত্রে যখন কেবল একটি বস্তু দেখানো হয় তখন তাকে সরল স্তম্ভ লেখচিত্র বলে। কিন্তু একটি স্তম্ভে একাধিক বস্তু দেখানো হলে তাকে যৌগিক স্তম্ভ লেখচিত্র বলে। এই ব্রনের লেখচিত্রে বিভিন্ন বস্তুর সামগ্রিক পরিমাণ এবং সেই সঙ্গে প্রত্যেকটি ভিন্ন ভিন্ন বস্তুর পরিমাণ একত্রে দেখানো হয়। যেমন— পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার নারী ও পুরুষের সংখ্যা
5 কোনো নির্দিষ্ট স্থানে দুটো পরিসংখ্যান এর মধ্যে তুলনা দেখানোর জন্য দুটো সরল স্তম্ভ লেখচিত্র ব্যবহার করা হয়,তাকে তুলনামূলক স্তম্ভ লেখচিত্র (comparative bar-graph) বলে। যেমন- পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের পুরুষ ও মহিলার সংখ্যার তুলনা।
সুবিধা (merits):
1 এরূপ স্তম্ভচিত্রে বিভিন্ন সমজাতীয় বস্তুর সামগ্রিক পরিমাণ এবং সেই সঙ্গে প্রত্যেকটি ভিন্ন ভিন্ন বস্তুর পরিমাণ একত্রে দেখানো হয়।
2 এরূপ স্তম্ভচিত্রে উপাদানের উপাংশগুলি খণ্ডিত আকারে উপস্থান করা হয় বলে, উপাংশগুলির আপেক্ষিক গুরুত্ব নির্ণয় সহজ হয়।
3 শুধুমাত্র উপাংশগুলির মধ্যে তুলনা নয়, উপস্থাপিত বিভিন্ন স্তম্ভগুলির মধ্যেও তুলনা করা সম্ভব হয়।
অঙ্কন পদ্ধতি (methods of construction):
1 মোট উপাদানগুলির দৈর্ঘ্য স্কেল অনুযায়ী নির্ণয় করো। উপাদানগুলির দৈর্ঘ্যের যোগফল মোট পরিমাণকে নির্দেশ করে।
2 একটি ছক কাগজের বা সাদা কাগজের মধ্যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে পরস্পর সমকোণে এমনভাবে দুটি সরল রেখা আঁকো যাতে দুটি রেখা শূন্য '0' বিন্দুকে ছেদ করে। ঐ ছেদ বিন্দু থেকে অনুভূমিকভাবে বিস্তৃত রেখাটি 'X' অক্ষ এবং 'Y' উল্লম্ব রেখাটি অক্ষকে নির্দেশ করে।
3 'X' অক্ষের ওপর নির্দিষ্ট ফাঁক বজায় রেখে বিষয়গুলি (যেমন— বছর) বসাও এবং 'y' অক্ষটিকে স্কেলে নির্দেশিত উপাদানের পরিমাণ অনুযায়ী ভাগ করো।
4 অনুভূমিক রেখার ওপর প্রতিটি অংশ বা উপাদানকে তাদের নিজ নিজ দৈর্ঘ্য অনুযায়ী মাপ নিয়ে ওপরের দিকে একটির পর একটি এঁকে দিলে যৌগিক (compound) স্তম্ভ আঁকা সম্পূর্ণ হয় ।
Example:
Using the data given in the table below draw a bargraph (compound/component or sub divided) to show the occupational pattern of Hooghly district in 2001 and interpret the prepared map.
Solution:
সূত্রঃ স্তম্ভের খন্ডিত অংশের উচ্চতা ই আংশিক উপাদানের পরিমাণ *
1 একক স্কেলে নির্দেশিত উপাদানের পরিমাণ T
1 সেমি = 26,000 ওয়ার্কার ধরে স্তম্ভের খন্ডিত অংশের উচ্চতা নির্ণয় এবং সকল খন্ডিত অংশকে যোগ করে স্তম্ভের উচ্চতা নির্ণয় করে সারণির মধ্যে লিপিবন্ধ করা হল।
WORKSHEET FOR COMPOUND BAR-GRAPH
INTERPRET THE COMPOUND BAR-GRAPH:
উপরোক্ত পরিসংখ্যান অনুযায়ী প্রদত্ত মানচিত্রে সমগ্র হুগলি। জেলার 15টি ব্লকে 2001 সালের পেশাগত ধরন মোট জনসংখ্যার ভিত্তিতে যৌগিক স্তম্ভ-চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, অর্থাৎ প্রতিটি ব্লকে একটি স্তম্ভে মোট পেশাগত-এর পরিমাণ এবং সেই সঙ্গে পেশাগত ধরন-এর মুখ্য, গৌণ এবং প্রগৌণ-এর পরিমাণ পৃথকভাবে দেখানো হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী উক্ত জেলার সর্বোচ্চ ও সর্বনিম্ন মুখ্য ওয়ার্কার যথাক্রমে Dhaniakhali 76651 ব্লকে এবং Mogra 14134 ব্লকে দৃশ্যমান। সর্বোচ্চ ও সর্বনিম্ন গৌণ ওয়ার্কার যথাক্রমে Singur 19916 Polbadapur 6766 ব্লকে দৃশ্যমান হয়।
দৃশ্যমান হয়। এছাড়া সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রগৌণ ওয়ার্কার যথাক্রমে Chanditala 25640 ব্লকে ও Pursura 6714 ব্ল
উল্লম্ব স্কেল 1 ইঞ্চি = 26,000 জন ওয়ার্কার উপযুক্ত বলে বিবেচিত হওয়ার জন্য স্কেল অনুযায়ী সমগ্র হুগলি জেলার মানচিত্রে ব্লকভিত্তিক একটি স্তম্ভ মোট পেশার সংখ্যা এবং সেই সঙ্গে ভিন্ন ভিন্ন পেশার ধরন-এর সংখ্যা দেখানো হয়েছে এবং তিনটি ভিন্ন রং দ্বারা মুখ্য, গৌণ এবং প্রজৌণ ওয়ার্কার কে পৃথকীকরণ করা হয়েছে।