welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

মিশ্ৰ বা বহু বা তুলনামূলক স্তম্ভচিত্র (composite or multipie or comparative bar graph)

রাশিতথ্যের মধ্যে আন্তঃ সম্পর্ক আছে এমন দুটি বা ততোধিক উপাদানকে ফাঁক না রেখে পাশাপাশি স্তম্ভের আকারে উপস্থাপন করলে যে চিত্র পাওয়া যায় তাকে তুলনামূলক

 

 সংজ্ঞা (definition): 


1 রাশিতথ্যের মধ্যে আন্তঃ সম্পর্ক আছে এমন দুটি বা ততোধিক উপাদানকে ফাঁক না রেখে পাশাপাশি স্তম্ভের আকারে উপস্থাপন করলে যে চিত্র পাওয়া যায় তাকে তুলনামূলক (comparative) বা বহু স্তম্ভ (multiple) বা মিশ্র স্তম্ভ-চিত্র (composite) বলে।



(2) একই উপাদানের বা সমধর্মী ভিন্ন ভিন্ন উপাদানের তুলনার জন্য পাশাপাশি অঙ্কিত বারগ্রাফকে তুলনামূলক বারগ্রাফ (comparative Bar-graph) বলে


 বৈশিষ্ট্য (characteristics):  

1 একটি উপাদানের বিভিন্ন অংশের মধ্যে তুলনা করতে তুলনামূলক বা মিশ্র স্তম্ভচিত্র আঁকা হয়।।


2 পরস্পর সম্পর্কিত স্তম্ভের মধ্যে আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে ধারণা করা যায়।


3 উপাদানের বা চলকের মোট পরিমাণ না বোঝালে তখন বহু স্তম্ভ বা মিশ্র স্তম্ভ বা তুলনামূলক স্তম্ভ চিত্র আঁকতে


সুবিধা (merits):

1 পরস্পর সম্পর্কিত স্তম্ভের মধ্যে আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে ধারণা করা যায়।

2 এরূপ স্তম্ভ-চিত্র থেকে কোনো একটি বিষয়ের বিভিন্ন উপাদানের পরিসংখ্যান সম্পর্কে তুলনামূলক ধারণা লাভ করা যায়।

3এরূপ স্তম্ভচিত্র একটি উপাদানের বিভিন্ন অংশের মধ্যে তুলনা করা যায়।


অঙ্কন পদ্ধতি (methods of construction): 

তুলনামূলক বা মিশ্র লেখচিত্রের অঙ্কন পদ্ধতিগুলি হল—


 1 প্রথমে নির্দিষ্ট স্কেল ধরে প্রতিটি উপাদানের জন্য স্তম্ভের উচ্চতা নির্ণয় করতে হবে।


2 এরপর উচ্চতা অনুসারে স্তম্ভগুলি পাশাপাশি, গায়ে গায়ে আঁকতে হবে।


3 বিষয়টির পরিসংখ্যান ভিত্তিতে স্তম্ভগুলির স্কেল অনুসারে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে।


4 ছক কাগজে বা সাদা কাগজে 'X' অক্ষ বরাবর সরলরেখা অঙ্কন করে ওই রেখা বরাবর নির্দিষ্ট ব্যবধানে স্তম্ভগুলির একই পরিসরের ভূমি চিহ্নিত করতে হবে।


5  ভূমি থেকে ('X' অক্ষ থেকে) পরিসংখ্যানের মাত্রাগুলি চিহ্নিত করতে হবে।


6 ভূমি থেকে প্রত্যেকটি স্তম্ভের 'Y' অঙ্কে উচ্চতা বা দৈৰ্ঘা চিহ্নিত করে ওই সীমা পর্যন্ত এক-একটি স্তম্ভ নির্দিষ্ট ফাঁকে পূর্বে চিহ্নিত ভূমির উপর অঙ্কন করতে হবে।


7 অঙ্কনের পর লেখচিত্রে যথাযথ শিরোনাম লিখতে হবে। এবং স্কেল উল্লেখ করতে হবে।


Example 

Using the data given in the table below draw a bar-graph to show the occupational structure of some blocks in the district of Purulia (2001) and interpret the prepared map.


Solution:  

 সূত্র: 

 স্তম্ভের উচ্চতা = মোট উপাদানের পরিমাণ x 1 একক/ স্কেলে নির্দেশিত উপাদানের পরিমাণ 


1 সেমি = 6300 ওয়ার্কার ধরে সূত্র অনুযায়ী ওয়ার্কার এবং নন-ওয়ার্কার-এর জন্য স্তম্ভের উচ্চতা নির্ণয় করে সারণির মধ্যে লিপিবন্ধ করা হল।




INTERPRET THE COMPOSITE BAR-GRAPH


উপরোক্ত পরিসংখ্যান অনুযায়ী প্রদত্ত মানচিত্রে সমগ্র পুরুলিয়া জেলার 20টি ব্লক-এ 2001 সালের মোট structure (workers and non-workers) বারগ্রাফের (তুলনামূলক স্তম্ভ লেখচিত্র) মাধ্যমে দেখানো হয়েছে। অর্থাৎ‍ প্রতিটি ব্লকে workers এবং non-workers-এর জন্য পৃথক পৃথক বারগ্রাফ পাশাপাশি অঙ্কন করে উভয়ের পরিসংখ্যানের পরিমাণ তুলনা করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী উক্ত জেলার সর্বোচ্চ workers ও non-workers-এর সংখ্যা যথাক্রমে


18307 এবং 30780 যা para ব্লকে দৃশ্যমান এবং সর্বনিম্ন occupational workers ও non-workers এবং সংখ্যা যথাক্রমে 2523 ও 2611 যা manbazar-II ব্লকে দৃশ্যমান।


এক্ষেত্রে উল্লম্ব স্কেল 1 সেমি = 6500 জন ওয়ার্কার উপযুক্ত বলে বিবেচিত হওয়ার জন্য স্কেল অনুযায়ী সমগ্র workers. এবং non-workers-কে নির্দিষ্ট ব্লকে পৃথক পৃথক বারগ্রাফের সাহায্যে প্রদর্শিত করা হয়েছে এবং দুটি ভিন্ন রং দ্বারা workers ও non-workers-কে পৃথক করা হয়েছে।

Middle post ad 01