ডাম্পি লেভেল সার্ভে (DUMPY LEVEL SARVA)
ধারণা (concept):
ভূ-পৃষ্ঠের কোনো অঞ্চলের বন্ধুরতা পরিমাপের জন্য ঐ অঞ্চলের বিভিন্ন স্থানের উচ্চতা পরিমাপ প্রয়োজন। এই উচ্চত কোনো নির্দিষ্ট তলের সাপেক্ষে পরিমাপ করা হয়। এই নির্দিষ্টতলকে ডেটাম তল (datum level) বলা হয়। সুতরাং পৃথিবীপৃষ্ঠের কোনো স্থানের উচ্চতা (আপেক্ষিক উচ্চতা) পরিমাপের পদ্ধতিকে লেভেলিং (leveling) বলা হয়। লেভেল (level) যন্ত্রের সাহায্যে এই উচ্চতা পরিমাপ রা হয়।
লেভেল যন্ত্রের প্রকারভেদ (types of level instruments):
লেভেল যন্ত্র নানা প্রকারের হয়, যথা- (১)ডাম্পি লেভেল (dumpy level). (২)ওয়াই লেভেল(Wye or Y level), ও (৩) কুকস রিভারসিবল লেভেল (gook's reversible level), ও (৪) কাশিং লেভেল (cashing's level), (৫) টিলটিং লেভেল (titing level) এবং (৬) অটোমেটিক লেভেল (authomatic level)। এদের মধ্যে ডাম্পি লেভেল (dumpy level) বহুল ব্যবহৃত এবং অপেক্ষাকৃত সহজ সরল।
ডাম্পি লেভেল-এর পরিচিতি
(description of dumpy level)
জরিপের কাজে অনুভূমায়নের জন্য ব্যবহৃত একটি যন্ত্র ডাম্পি লেভেল। অ্যারনি লেভেলের অনুরূপ এই যন্ত্রটিতে দু-মুখ খোলা নলের বদলে একটি ছোট দূরবীক্ষণ যন্ত্র লাগানো থাকে। উক্ত যন্ত্রটির দ্বারা সহজে মাপকার্য করা যায়। ইহার অংশগুলি দৃঢ়ভাবে স্থাপন করা হয়। নষ্ট বা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। না। ওই যন্ত্রটি এইরূপভাবে নির্মিত, যে নতুন শিক্ষার্থীগণ কার্য করিলে ও উহার কোনো অংশ বা পারমানেন্ট এডজাস্টমেন্ট সহজে নষ্ট হয়ে যায় না। বহুদিন স্থায়ী থাকে, অন্যান্য লেভেল যন্ত্রের ন্যায় উহার দূরবীক্ষণটি তুলে নিতে পারা যায় না। সেইজন্য উহার পারমানেন্ট এডজাস্টমেন্ট ঠিক থাকে না। কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহা ঠিক করে নিতে পারা যায়। কিন্তু উহা নিজে না ঠিক করে কোনো বড়ো কোম্পানীর কাছ থেকে ঠিক করে নেওয়া উচিত।
ডাম্পি লেভেল-এর সামস্যবিধান
(adjustment of dumpy level)
লেভেল যন্ত্রের এডজাস্টমেন্ট অর্থাৎ যন্ত্রের অংশগুলি ঠিক কার্যকরী অবস্থায় আছে কিনা দেখে নেওয়া বা কার্য করার সময় যন্ত্রটি সরজমিনে কার্যকরী অবস্থায় ঠিক ভাবে স্থাপন। করে নেওয়াকে এডজাস্টমেন্ট বলে। এডজাস্টমেন্ট দুই প্রকার
স্থায়ী সামঞ্জস্যবিধান (permanent adjustment)
● স্থায়ী সামঞ্জস্যবিধান (permanent adjustment): সাধারণত যন্ত্র প্রস্তুতকারক এই এডজাস্টমেন্ট ঠিকভাবে প্রস্তুত করে থাকেন। যদি কোনো কারণে যন্ত্রের এডজাস্টমেন্ট নষ্ট হয়ে যায়। তাহা হলে সার্ভেয়ারগণ (surveyar) নিজে ঠিক না করে কোনো কোম্পানী হতে ঠিক করে নেওয়া উচিত। স্থায়ী এডজাস্টমেন্ট বিভিন্ন যন্ত্রে বিভিন্ন প্রকারের হইয়া থাকে।
অস্থায়ী সামসাবিধান (temporary adjustment)
2 অস্থায়ী সামঞ্জস্যবিধান (temporary adjustment): অস্থায়ী এডজাস্টমেন্ট সার্ভেয়ারকে কিছু করতে হয় না। বিভিন্ন যন্ত্রের ভিন্ন ভিন্ন প্রকারের এডজাস্টমেন্ট থাকার জন্য সার্ভেয়ারকে কোনো অসুবিধায় পড়তে হয় না। অস্থায়ী এডজাস্টমেন্ট দুই প্রকার যথা- উল্লম্ব অক্ষ (vertical axis), [b] প্যারালাম (parallax),
[a] উল্লম্ব অক্ষ (vertical axis): ভার্টিক্যাল একসিস ঠিক করা মানে ভাটিক্যাল ভাবে স্থাপন করা। এই কার্যের মধ্যে, O লেভেল যন্ত্রটি ত্রিপাহার উপর ঠিকমতো স্থাপন করা। ত্রিপায়ার সাহায্যে যন্ত্রটিকে সমরাতলভাবে স্থাপন করা। ফুট ক্রুগুলির দ্বারা যন্ত্রটি সমধরাতল (লেভেল) করা।
[b] প্যারালাম (parallax): এই কার্যের মধ্যে আইপিস ও অবজেক্ট সাইটের ফোকাসিং (focusing) করা। যেন স্টাফ (staff) পরিষ্কারভাবে পড়া যায়।
আইপিসের ফোকাস ঠিক করা
ফোকাসিং স্ক্রু (focusing screw) ঘুরিয়া দেখলে ডায়াফ্রাম প্লেটের হোরাইজন্টাল তারটি ও ভার্টিক্যাল তার দুইটি পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে কিনা। পরিষ্কারভাবে দেখা গেলে বোঝা যাইবে যে, আইপিস-এর ফোকাস ডায়াফ্রাম জোটের উপর পড়িয়াছে। এবার স্টাফ ধরিয়া পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কিনা।
ডাম্পি লেভেল সার্ভেতে ব্যবহৃত উপকরণ (eqiupments use in dumpy level survey)
ডাম্পি লেভেল সার্ভেতে নিম্নলিখিত সরঞ্জামের প্রয়োজন হয়। যথা— @ ডাম্পি লেভেল যন্ত্র (dumpy level instrument), লেভেলিং স্টাফ (leveling staff), @ টেপ (tape), @ A, B, CD অক্ষর যুক্ত ট্যাগ লাগানো পিন, এছাড়া ফিল্ড নোট বুক (field note book)
ডাম্পি লেভেল যন্ত্রটি সরল আঁটোসাঁটো এবং সুস্থিত। এর প্রধান অংশ একটি টেলিস্কোপ; এটি একটি ধারকের ওপর দৃঢ়ভাবে আটকানো থাকে। টেলিস্কোপটি উল্লম্ব অক্ষের চারদিকে অনুভূমিক তলে ঘুরতে পারে। থিওডোলাইট যন্ত্রের মতো একে উল্লম্বতলে ঘোরানো যায় না।
লেভেলিং স্টাফ (leveling staff):
ভূপৃষ্ঠের কোনো স্থানের উচ্চতা পরিমাপের সহায়ক যন্ত্রটি হল লেভেলিং স্টাফ। এট একটি আয়তাকার দণ্ডের ন্যায়। নীচ থেকে ওপরের দিকে এটি ক্রমিক অংশে বিভক্ত করা থাকে। লেভেলিং স্টাফ বিভিন্ন ধরনের হলেও ভাঁজ করা 4 মিটার স্টাফই জরিপ কাজে অধিক ব্যবহৃত হয়। এই স্টাফট তিনটি খণ্ডে বিভক্ত এবং নীচের দিকের বড়ো আকারের খাপের মধ্যে ওপরের দিকের দুটি খণ্ড প্রোথিত থাকে।
ফিতা বা টেপ
বিভিন্ন ধরনের টেপ হয়ে থাকে। দৈর্ঘ্যের দিক থেকে এক মিটার (1m) থেকে তিনশ মিটার (300m) পর্যন্ত হয়। জরিপের কাজ অনুসারে ফিতা (tape) প্রধানত চার প্রকারহয়।
1 লিনেন ফিতা (linen tape): কাপড়ের তৈরি এক ইঞ্চি (1”) চওড়া ফিতা। 1',25',50' (ফিট) মাপের হয়।
2 ধাতব ফিতা (metallic tape): অধিক ব্যবহার হয়ে থাকে 5',25',30' (ফিট) ইত্যাদি মাপের হয়।
3 স্টীলের তৈরি ফিতা (steel tape): সর্বাধিক ব্যবহৃত ফিতা 3', 5', 10, 25' (ফিট) ইত্যাদি মাপের হয়।
4 ইনভার স্টীল ফিতা (inver steel tape): ইহা স্টীল এবং নিকেলের তৈরি। এতে স্টিলের পরিমাণ থাকে 30%। আবহাওয়া বিশেষেও উন্নতার সঙ্গে এর পরিবর্তন কম হয়। 50', 100' বা 3000' (ফিট) লম্বা হয়।
পিন (pin):
লোহার তৈরি পিন 15 ইঞ্চি থেকে 18 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। জরিপ কার্যে প্রতি চেন অন্তর একটি করে পিন দিয়ে চিহ্নিত করা হয়।
ডাম্পি লেভেলের বিভিন্ন অংশ (different parts of dumpy level):
১)লেভেল হেড (level head): লেভেল হেডের কার্য রিপায়ার সহিত লেভেল যন্ত্রটিকে দৃঢ়ভাবে আঁটিয়া রাখা।
২)দুর্ভিক্ষন (telescope): দূরের কোনো বস্তুকে নিকটে দেখানই উহার প্রধান কাজ।
৩) আইপিস (eyepiece): ওই স্থান দিয়ে সম্মুখের স্টাফ বা কোনো বস্তুকে যন্ত্রের ভিতর দিয়ে দেখতে হয়।
৪) ডায়াফ্রাম (diaphragm): আইপিসের নিকট দূরবীক্ষণের মধ্যে একখানি গোলাকার কাঁচ পিতলের পাত দিয়ে চারদিকে আটকানো থাকে। পিতলের পাতটি কাটা-কাটা দাগ।
৫) ফোকাসিং (focusing screw) ওই স্কুটি ঘুরাইয়া আইসিসের (eyepiece) ফোকাস স্পষ্টভাবে দেখা যায়। অর্থাৎ দূরের বস্তুকে কাছে এনে পরিষ্কারভাবে দেখার জনো উহা দ্বারা কার্য করা হয়।
৬)রে শড - (ray-shade): আলোর রশ্মি থাকায় কোনো বন্ধুকে স্পষ্টভাবে দেখা যায়।
৭)লেভেল টিউব (level tube): উহা দূরবীক্ষণের Irelescope) উপর লম্বভাবে স্থাপন করা আছে। উহার দ্বারা যন্ত্রটির আইসাইট বা অবজেক্ট সাইট উঁচু বা নীচু হল কিনা বোঝা যায়।
৮)লেভেল টিউব নাট (level tube nuts): উহার দ্বারা level tube-কে আঁটিয়া রাখা হয়।
৯)ব্রুস বাৰ্ল টিউব (cross bubble tube): উহা লেভেল যন্ত্রের উপর আড়াআড়িভাবে স্থাপন করা আছে। উহার দ্বারা লেভেল যন্ত্রটি কাত হইয়া আছে কি ঠিক অবস্থায় আছে তাহার দ্বারা বোঝা যায়। উহা একটি কাঁচের নল। উহার মধ্যে অ্যালকোহল বা স্পিরিট (spirit) দেওয়া থাকে। সম্পূর্ণ নলটি স্পিরিটে পূর্ণ থাকে না। একটু কম স্পিরিট থাকে। এই কম স্পিরিট থাকাতে উহার মধ্যে একটি বুদবুদ হয়। যন্ত্রটি উঁচু-নীচু হলে বদবুদটি উপরে বা নীচে থাকে। বুদবুদটি মাঝখানে থাকলে, যন্ত্রটি সমধরাতল অর্থাৎ লেভেল হয়েছে বুঝতে হবে।
১০)ক্লামপিং স্ক্রু (clamping screw): টেলিস্কোপকে লেভেল হেড এর সঙ্গে আটকানোর জন্য ক্লামপিং ক্রু দ্বারা যুক্ত থাকে।