welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

মানচিত্র তৈরি করার পদ্ধতি (method of map making)

1 min read

মানচিত্র তৈরি করার পদ্ধতি (method of map making)

কোনো জায়গার সঠিক স্কেল অনুসারে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার দ্বারা রচিত ভূ-জালকের বিন্যাসকে ভিত্তি করে। মানচিত্রের কাঠামো তৈরি করা হয়। পৃথিবীর আকার গোলাকার হওয়ায় সমতল কাগজের উপর মানচিত্র আঁকার সময় গোলাকার পৃথিবীকে কাল্পনিকভাবে টেনে, ছিঁড়ে এবং বিকৃত করে তবেই তার মানচিত্র কাগজের সমতল পৃষ্ঠের উপর আঁকা | যায়। যে পদ্ধতিতে পৃথিবীর আকারকে বিকৃত করে এবং পৃথিবীর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলোকে সমতল পৃষ্ঠে রূপান্তরিত করে মানচিত্র আঁকা হয়, তাকে বলা হয় মানচিত্র অভিক্ষেপ (map projection)। মানচিত্রের প্রতিটি চিহ্ন ও অক্ষর নির্দিষ্ট অর্থ বহন করে। বিভিন্ন পদ্ধতিতে ভূ-পৃষ্ঠের মানচিত্র প্রস্তুত করা হয়।

ধাপ- 1

বিভিন্ন যন্ত্রের (ফিতে, চেন, কম্পাস, ইত্যাদি) সাহায্যে জরিপ করে মানচিত্র তৈরি করা হয়ে থাকে।

ধাপ- 2

বিমান থেকে নেওয়া আলোকচিত্র থেকে স্টিরিওস্কোপ যন্ত্রের সাহায্যে ত্রিমাত্রিক দৃশ্যপটকে দ্বিমাত্রিকে পরিণত করে মানচিত্র আঁকা যায়।


ধাপ- 3

 কৃত্রিম উপগ্রহ থেকে নেওয়া দূর-সংবেদী প্রতিরূপ থেকেও মানচিত্র তৈরি করা হয়।

ধাপ- 4

কম্পিউটারে তথ্য সরবরাহ করে নির্দিষ্ট সফটওয়্যারের সাহায্যে বর্তমান মানচিত্র তৈরি করা হচ্ছে।

ধাপ- 5

এছাড়া হাতে আঁকা মানচিত্র তো আছেই, যা শিল্পীর মুনশিয়ানার পরিচয় বহন করে। তবে এজাতীয় মানচিত্রে স্কেল নির্ভুল হয় না।




এই পোস্টগুলি আপনার ভাল লাগতে পারে

  •  সংজ্ঞা (definition):কোনো উপাদানের মোট পরিমাণকে বিভিন্ন উপাংশে বিভক্ত করে যখন সমগ্রের মধ্যে উপাংশগুলিকে দেখানো হয় তখন তাকে যৌগিক স্তম্ভচিত্র (compound bar graph) বলে।একই বার …
  •  সংজ্ঞা (definition):একটি মাত্র উপাদানের পরিমাণ বোঝাতে একমাত্রিক স্তম্ভের আকারে যে চিত্র অঙ্কিত হয় তাকে সহজ বা সরল স্তম্ভ-চিত্র (simple bar-graph) বলে।বৈশিষ্ট্য (characterist…
  • Q লোক্সোড্রোম (loxodrome)     বা Q রাম্ব লাইন (rhumb line)         বা Q নির্দিষ্ট দিক নির্দেশক সরলরেখা (constant bearing line)সংজ্…
  •  ধারণা (concept)যে পূর্ণবৃত্তরেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে তা হল মহাবৃত্ত। কোনো বৃত্তকে তখনই মহাবৃত্ত বলা হবে যখন তার নিম্নোক্ত তিনটি বৈশিষ্ট্য থাকবে- এটি হল - গোলকের স…
  •  সংজ্ঞা (definition)1 শঙ্কুর শীর্ষে বা শৃঙ্গে অবস্থিত কোণ এবং জেনারেটিং ভূ-গোলকের মেরুবিন্দুতে অবস্থিত কোণের অনুপাতকে শাঙ্কব ধ্রুবক (constant of the cone) বলে।2 বিকাশযোগ্য তলে…
  •  ডেটাম এর ধারণা (concept of datum)পৃথিবীপৃষ্ঠের উপরিভাগ সমতল নয় বলে ডেটাম ধারণাটি এসেছে। তাই পৃথিবীপৃষ্ঠের উপরিভাগকে সমতল ধরে নিয়ে যে কোনো একটি নির্দিষ্ট বিন্দুর অবস্থান (অক…

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01