welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

মৃত্তিকা সৃষ্টির কারণসমূহ (Factors of Soil Formation)

মৃত্তিকা সৃষ্টির কারণসমূহ (Factors of Soil Formation) 

মাটি প্রাকৃতিক উপাদানে তৈরি। তবে স্থানভেদে মাটির পার্থক্য অত্যন্ত প্রকট। কোথায় কি ধরণের মাটি তৈরি হবে তা জলবায়ু,

উদ্ভিদ, ভূমিরূপ, শিলাস্তর প্রভৃতি কতকগুলি নিয়ন্ত্রকের উপর নির্ভর করে। তবে মনে

রাখা প্রয়োজন মাটির উৎপত্তি বলতে মাটির পরিলেখ গঠনকে বোঝায়।

রাশিয়ার মৃত্তিকা বিজ্ঞানী ভি. ভি. ডকুচেভ 1889 সালে স্তেপ অঞ্চলের মৃত্তিকা গবেষণা করতে গিয়ে মৃত্তিকা সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রক সম্পর্কে ধারণা দেন। ডকুচোভের সমীকরণটি হল S = f(CI, O, PL. যেখানে, S = মৃত্তিকা (Soil), f = কার্যকারীতা (function), C1= জলবায়ু (climate), O জীবকূল (Organisms), P = আদি শিলা (Parent material), এবংt= সময় (time)।

পরবর্তীকালে মার্কিন মৃত্তিকাবিজ্ঞানী এইচ. এইচ জেনি 1941 সালে ডকুচেভের সমীকরণটির একটু রদবদল করে মৃত্তিকা সৃষ্টির পাঁচটি নিয়ন্ত্রকের কথা উল্লেখ করেন। জেনির সমীকরণটি হল S f(Cl, OR, P. T), যেখানে Cl জলবায়ু, O = জীবজগৎ, R = ভূপ্রকৃতি, P = আদি শিলা এবং T = সময়। জেনির মতে, এই পাঁচটি নিয়ন্ত্রকের যৌথ ক্রিয়ায় মাটির উৎপত্তি ঘটে এবং তাদের কোনো একটির পরিবর্তন ঘটলে মুক্তিকারও পার্থক্য ঘটবে।

Middle post ad 01