welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

মানচিত্র কী ? (definition of map)

মানচিত্র কী ?  (definition of map)

•"A map is a flat, symbolic representation of earth for a part of earth's surface according to a scale."

• সমগ্র পৃথিবী অথবা এর কোনো অংশের প্রতিকৃতি সঠিক দিক অনুসারে নির্দিষ্ট স্কেলে সমতল কাগজের উপর সঠিক অভিক্ষেপের সাহায্যে উপস্থাপন করাকে মানচিত্র (map)
বলে।

• মানচিত্র (map) হল সমতল কাগজের ওপর নির্দিষ্ট স্কেল
ও সাংকেতিক চিহ্নের সাহায্যে অঙ্কিত ভূ-পৃষ্ঠের প্রতিচ্ছবি।

•  মানচিত্র কথার সাধারণ অর্থ হল পরিমাপ বা স্কেল অনুসারে আঁকা ছবি। অন্যভাবে বলা যায়, ভূমিভাগের চিত্র পরিমাপ ও পরিমাণ অনুসারে যখন আঁকা হয় তখন তাকে
মানচিত্র (map) বলে।


Middle post ad 01